অ্যারোইয়োর নিযুক্ত বিচারপতির কাছে শপথ নেবেন না অ্যাকুইনো
ফিলিপাইনের বিদায়ী প্রেসিডেন্ট গ্লোরিয়া ম্যাকাপাগাল অ্যারোইয়োর নিযুক্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে শপথ নেবেন না সম্ভাব্য পরবর্তী প্রেসিডেন্ট ‘নয়নয়’ বেনিগনো অ্যাকুইনো। গত সোমবার নবনিযুক্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রেনাতো করোনাকে শপথবাক্য পাঠ করান অ্যারোইয়ো।
পিটিআই অনলাইনের খবরে বলা হয়, ১০ মে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে আছেন বেনিগনো অ্যাকুইনো। ভোট গণনা প্রায় শেষ হয়ে এসেছে। অবস্থাদৃষ্টে বেনিগনোর প্রেসিডেন্ট হওয়া প্রায় নিশ্চিত। তবে তিনি প্রেসিডেন্টের শপথ প্রধান বিচারপতির কাছে নেবেন না বলে ঘোষণা করেছেন। তিনি এ ব্যাপারে বদ্ধপরিকর।
অ্যাকুইনো বলেন, তিনি তাঁর উত্তরাঞ্চলীয় প্রদেশের টারলাকে একজন গ্রাম্য নেতার কাছে শপথ নিতে ইচ্ছুক। ৩ জুন অ্যারোইয়োর মেয়াদ শেষ হবে।
ফিলিপাইনের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টকে প্রধান বিচারপতির কাছে শপথ নিতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেকোনো কর্মকর্তা এই অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন।
পিটিআই অনলাইনের খবরে বলা হয়, ১০ মে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত বিপুল ভোটে এগিয়ে আছেন বেনিগনো অ্যাকুইনো। ভোট গণনা প্রায় শেষ হয়ে এসেছে। অবস্থাদৃষ্টে বেনিগনোর প্রেসিডেন্ট হওয়া প্রায় নিশ্চিত। তবে তিনি প্রেসিডেন্টের শপথ প্রধান বিচারপতির কাছে নেবেন না বলে ঘোষণা করেছেন। তিনি এ ব্যাপারে বদ্ধপরিকর।
অ্যাকুইনো বলেন, তিনি তাঁর উত্তরাঞ্চলীয় প্রদেশের টারলাকে একজন গ্রাম্য নেতার কাছে শপথ নিতে ইচ্ছুক। ৩ জুন অ্যারোইয়োর মেয়াদ শেষ হবে।
ফিলিপাইনের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টকে প্রধান বিচারপতির কাছে শপথ নিতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই। যেকোনো কর্মকর্তা এই অনুষ্ঠান পরিচালনা করতে পারবেন।
No comments