আজ বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ
টেস্টের আগে ইংলিশ কন্ডিশনের সঙ্গে বাংলাদেশের মানিয়ে নেওয়ার শেষ সুযোগ আজ। ইংল্যান্ড সফরে শেষ প্রস্তুতি ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড লায়নস। আগের ম্যাচের মতো ডার্বির এই চার দিনের ম্যাচটিতেও বাইরে থাকছেন জলবসন্তে আক্রান্ত সাকিব আল হাসান। তাঁর অনুপস্থিতিতে যথারীতি দলের নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম।
সারের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি ড্র হলেও গত ম্যাচে অ্যাসেক্সের কাছে হেরেছে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু ২৭ মে, লর্ডসে।
ইনজুরি থেকে অনেকটাই সেরে ওঠা তামিম ইকবালকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা কাল স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার টিম মিটিংয়ে। তামিম সেরে উঠতে থাকলেও ইনজুরিতে পড়েছেন শাহাদাত হোসেন। যদিও তাঁর কুঁচকির ইনজুরিটা গুরুতর কিছু নয়। টুকটাক কিছু ইনজুরি আছে আরও কয়েকজনের। একমাত্র সুখবর, ছাই মেঘকে পাশ কাটিয়ে অবশেষে ইংল্যান্ড পৌঁছাতে পেরেছেন শামসুর রহমান।
সারের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচটি ড্র হলেও গত ম্যাচে অ্যাসেক্সের কাছে হেরেছে বাংলাদেশ। দুই টেস্ট সিরিজের প্রথমটি শুরু ২৭ মে, লর্ডসে।
ইনজুরি থেকে অনেকটাই সেরে ওঠা তামিম ইকবালকে খেলানোর ব্যাপারে সিদ্ধান্ত হওয়ার কথা কাল স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার টিম মিটিংয়ে। তামিম সেরে উঠতে থাকলেও ইনজুরিতে পড়েছেন শাহাদাত হোসেন। যদিও তাঁর কুঁচকির ইনজুরিটা গুরুতর কিছু নয়। টুকটাক কিছু ইনজুরি আছে আরও কয়েকজনের। একমাত্র সুখবর, ছাই মেঘকে পাশ কাটিয়ে অবশেষে ইংল্যান্ড পৌঁছাতে পেরেছেন শামসুর রহমান।
No comments