রানের চাপে স্বাগতিক দল
দুই রানের জন্য পরশু সেঞ্চুরি মিস করেছিলেন ডি মিলার। কিন্তু কাল ওপেনার হেনড্রিকসকে (১০৯) সেঞ্চুরি-বঞ্চিত করতে পারেনি স্বাগতিক জিপি-বিসিবি একাডেমি। সেঞ্চুরির পথে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান পিয়েনার (৭৫*)। এই দুজনের কল্যাণে চার দিনের ম্যাচের তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৩৭১ রান তুলেছে সফরকারীরা। ৩৩৩ রানে এগিয়ে গিয়েও ইনিংস ছাড়েনি সফরকারী দলটি।
কাল ২০৭ বলে ১৩টি ছক্কা ও ২টি চারে ১০৯ রান করেছেন বাঁহাতি ওপেনার হেনড্রিকস। পিয়েনারের ৭৫ রানের ইনিংসে ছিল ১০টি চার। বল হাতে সফলতম নাম বাঁহাতি স্পিনার শাকের আহমেদ, ৯৭ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। শুভাশিস, মাহমুদুল ও সাকলাইন নিয়েছেন ১টি করে উইকেট। এর আগে প্রথম ইনিংসে ২৬০ রান করে অলআউট হয় জিপি-বিসিবি। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা একাডেমি করেছিল ২২২।
কাল ২০৭ বলে ১৩টি ছক্কা ও ২টি চারে ১০৯ রান করেছেন বাঁহাতি ওপেনার হেনড্রিকস। পিয়েনারের ৭৫ রানের ইনিংসে ছিল ১০টি চার। বল হাতে সফলতম নাম বাঁহাতি স্পিনার শাকের আহমেদ, ৯৭ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। শুভাশিস, মাহমুদুল ও সাকলাইন নিয়েছেন ১টি করে উইকেট। এর আগে প্রথম ইনিংসে ২৬০ রান করে অলআউট হয় জিপি-বিসিবি। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা একাডেমি করেছিল ২২২।
No comments