সাংহাইয়ে বিশ্ব বাণিজ্য মেলা শুরু
চীনের সাংহাইয়ে গতকাল শুক্রবার রাতে বিশ্ব বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। আজ ১ মে থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে। ছয় মাসব্যাপী এ মেলায় সাত কোটি দর্শকের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। মেলায় ১৯৭টি দেশ ও ৫৭টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। চীনের প্রেসিডেন্ট হু জিনতাও মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মুয়াং বাক, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসাসহ অনেক বিশ্বনেতা উপস্থিত ছিলেন।
১৮৫১ সালে লন্ডনে প্রথম বিশ্ব বাণিজ্য মেলা শুরু হয়। এরপর এশিয়ার দেশগুলোর মধ্যে এই প্রথম চীন বিশ্ব বাণিজ্য মেলা আয়োজনের সুযোগ পেল।
দুই বছর আগে অনুষ্ঠিত অলিম্পিক গেমসের পর চীনে এটাই সবচেয়ে বড় মাপের কোনো আয়োজন। এই বাণিজ্য মেলা চীনের অর্থনীতিতে ৫৮০০ কোটি ডলার অবদান রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাণিজ্য মেলায় সবচেয়ে নজরকাড়া ও ব্যয়বহুল প্যাভিলিয়ন তৈরি করেছে সৌদি আরব।
দেশটির ১৬ কোটি ৪০ লাখ ডলার খরচ করে তৈরি করা প্যাভিলিয়নটি দেখে মেলায় আগত দর্শকেরা রীতিমতো অবাক হচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মুয়াং বাক, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসাসহ অনেক বিশ্বনেতা উপস্থিত ছিলেন।
১৮৫১ সালে লন্ডনে প্রথম বিশ্ব বাণিজ্য মেলা শুরু হয়। এরপর এশিয়ার দেশগুলোর মধ্যে এই প্রথম চীন বিশ্ব বাণিজ্য মেলা আয়োজনের সুযোগ পেল।
দুই বছর আগে অনুষ্ঠিত অলিম্পিক গেমসের পর চীনে এটাই সবচেয়ে বড় মাপের কোনো আয়োজন। এই বাণিজ্য মেলা চীনের অর্থনীতিতে ৫৮০০ কোটি ডলার অবদান রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বাণিজ্য মেলায় সবচেয়ে নজরকাড়া ও ব্যয়বহুল প্যাভিলিয়ন তৈরি করেছে সৌদি আরব।
দেশটির ১৬ কোটি ৪০ লাখ ডলার খরচ করে তৈরি করা প্যাভিলিয়নটি দেখে মেলায় আগত দর্শকেরা রীতিমতো অবাক হচ্ছেন।
No comments