তালিকায় ভারতীয় নয়জন হিলারির নাম নেই
টাইম ম্যাগাজিন বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির বার্ষিক তালিকা প্রকাশ করেছে গত বৃহস্পতিবার। তারা চার শ্রেণীতে এ তালিকা প্রকাশ করে। প্রতি শ্রেণীতে ২৫ জনের নাম রয়েছে। তবে এ তালিকায় ৩১ জন নারীর নাম থাকলেও হিলারি ক্লিনটনের নাম নেই। এদিকে এ তালিকায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ সে দেশের নয়জনের নাম রয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, টক শোর উপস্থাপক অপরাহ উইনফ্রে রেকর্ড সাতবার এ তালিকায় স্থান করে নিয়েছেন। খবর রয়টার্স, টাইমস অব ইন্ডিয়া ও টাইম ম্যাগাজিন।
নেতাদের তালিকায় শীর্ষে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (চতুর্থ), ন্যান্সি পেলোসি (অষ্টম) এবং সাবেক রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারা পেলিন (নবম) রয়েছেন। ভারতীয়দের মধ্যে এ তালিকায় আছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং (১৯তম)।
‘হিরো’র তালিকায় শীর্ষে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এ ছাড়া বীরদের তালিকায় আছেন দক্ষিণ কোরিয়ার স্কেটিং চ্যাম্পিয়ন কিম ইউ না (দ্বিতীয়), ইরানের বিরোধীদলীয় নেতা মির হোসেইন মুসাবি (তৃতীয়) ও টেনিস তারকা সেরেনা উইলিয়ামস (১৯তম)। এ তালিকায় আছেন ভারতের চক্ষু চিকিত্সক পি নামপেরুমালসামি (ষষ্ঠ), বিশ্বনন্দিত ক্রিকেটার শচীন টেন্ডুলকার (১৩তম), উদ্যোক্তা কিরণ মজুমদার (১৬তম) ও রাহুল সিং (২২তম)। শিল্পীদের তালিকায় শীর্ষে আছেন পপ তারকা লেডি গাগা। এ ছাড়া অপরাহ উইনফ্রে (চতুর্থ) ও জেমস ক্যামেরন (২৫তম)। ভারতীয়দের মধ্যে এ তালিকায় আছেন লেখক চেতান ভাগাত (২১তম)।
উদ্ভাবনী তালিকায় শীর্ষে আছেন জাহা হাদিদ। এ ছাড়া তালিকায় রয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবস (১১তম)। ভারতীয়দের মধ্যে এ তালিকায় আছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অতুল গুয়ানদে (পঞ্চম), নোবেল বিজয়ী অমর্ত্য সেন (২০তম) এবং মানবাধিকারকর্মী সঞ্জিত বুকার রায় (২২তম)।
নেতাদের তালিকায় শীর্ষে আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (চতুর্থ), ন্যান্সি পেলোসি (অষ্টম) এবং সাবেক রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারা পেলিন (নবম) রয়েছেন। ভারতীয়দের মধ্যে এ তালিকায় আছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং (১৯তম)।
‘হিরো’র তালিকায় শীর্ষে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। এ ছাড়া বীরদের তালিকায় আছেন দক্ষিণ কোরিয়ার স্কেটিং চ্যাম্পিয়ন কিম ইউ না (দ্বিতীয়), ইরানের বিরোধীদলীয় নেতা মির হোসেইন মুসাবি (তৃতীয়) ও টেনিস তারকা সেরেনা উইলিয়ামস (১৯তম)। এ তালিকায় আছেন ভারতের চক্ষু চিকিত্সক পি নামপেরুমালসামি (ষষ্ঠ), বিশ্বনন্দিত ক্রিকেটার শচীন টেন্ডুলকার (১৩তম), উদ্যোক্তা কিরণ মজুমদার (১৬তম) ও রাহুল সিং (২২তম)। শিল্পীদের তালিকায় শীর্ষে আছেন পপ তারকা লেডি গাগা। এ ছাড়া অপরাহ উইনফ্রে (চতুর্থ) ও জেমস ক্যামেরন (২৫তম)। ভারতীয়দের মধ্যে এ তালিকায় আছেন লেখক চেতান ভাগাত (২১তম)।
উদ্ভাবনী তালিকায় শীর্ষে আছেন জাহা হাদিদ। এ ছাড়া তালিকায় রয়েছেন অ্যাপলের প্রধান নির্বাহী স্টিভ জবস (১১তম)। ভারতীয়দের মধ্যে এ তালিকায় আছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অতুল গুয়ানদে (পঞ্চম), নোবেল বিজয়ী অমর্ত্য সেন (২০তম) এবং মানবাধিকারকর্মী সঞ্জিত বুকার রায় (২২তম)।
No comments