রুনির আরেকটি পুরস্কার
কদিন আগেই ইংল্যান্ডের পেশাদার ফুটবলারদের ভোটে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ওয়েইন রুনি। সেই অর্জনের রেশ কাটতে না-কাটতেই আরেকটি স্বীকৃতি পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই স্ট্রাইকার। এবার ইংল্যান্ডের ফুটবল লিখিয়েদের ভোটে নির্বাচিত হলেন বর্ষসেরা। ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লএ) সদস্যদের ৮০ শতাংশ ভোট পেয়েছেন তিনি। এ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৩৪টি গোল করা রুনির প্রতিদ্বন্দ্বী ছিলেন চেলসির আইভরিয়ান স্ট্রাইকার দিদিয়ের দ্রগবা ও ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ। ১৩ মে লন্ডনে আনুষ্ঠানিকভাবে রুনির হাতে ট্রফি তুলে দেওয়া হবে।
No comments