অ্যারিজোনার বিতর্কিত অভিবাসন আইনের বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের নতুন অভিবাসনবিরোধী আইন চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। আইনের সমালোচকেরা জানিয়েছেন, নতুন ওই আইনের আওতায় অ্যারিজোনার পুলিশ এখন অনুপ্রবেশকারী সন্দেহ হলেই সেখানকার যেকোনো বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এই আইনের শিকার হচ্ছে অ্যারিজোনার সংখ্যালঘু হিসপ্যানিক জাতিগোষ্ঠী।
গত বৃহস্পতিবার ওই সংখ্যালঘু জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি খ্রিষ্ট সম্প্রদায় এবং অ্যারিজোনার একজন পুলিশ কর্মকর্তা আইনটিকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন।
আইনে বলা হয়েছে, অবৈধ অভিবাসী বা অনুপ্রবেশকারী সন্দেহ হলেই অ্যারিজোনার যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। ওই ব্যক্তি নিজের বৈধতা প্রমাণ করতে না পারলে তাকে গ্রেপ্তারও করা হতে পারে। অ্যারিজোনা অঙ্গরাজ্যে প্রায় ৭০ লাখ মানুষ বাস করে। ধারণা করা হয়, এদের মধ্যে পাঁচ লাখ অবৈধ অভিবাসী, যাদের বেশির ভাগ কাজের আশায় পার্শ্ববর্তী মেক্সিকো থেকে এসেছে। এদিকে ওই আইনের বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কলম্বিয়ার পপতারকা শাকিরা।
গত বৃহস্পতিবার ওই সংখ্যালঘু জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত একটি খ্রিষ্ট সম্প্রদায় এবং অ্যারিজোনার একজন পুলিশ কর্মকর্তা আইনটিকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন।
আইনে বলা হয়েছে, অবৈধ অভিবাসী বা অনুপ্রবেশকারী সন্দেহ হলেই অ্যারিজোনার যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। ওই ব্যক্তি নিজের বৈধতা প্রমাণ করতে না পারলে তাকে গ্রেপ্তারও করা হতে পারে। অ্যারিজোনা অঙ্গরাজ্যে প্রায় ৭০ লাখ মানুষ বাস করে। ধারণা করা হয়, এদের মধ্যে পাঁচ লাখ অবৈধ অভিবাসী, যাদের বেশির ভাগ কাজের আশায় পার্শ্ববর্তী মেক্সিকো থেকে এসেছে। এদিকে ওই আইনের বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও কলম্বিয়ার পপতারকা শাকিরা।
No comments