অলক কাপালির আরেকটি সুযোগ
গত মার্চে বাংলাদেশ সফরে আসা ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ডাক পেয়েছিলেন বিসিবি একাদশ দলে, তবে অসুস্থ থাকায় খেলতে পারেননি। এবার আরেকটি সুযোগ পাচ্ছেন অলক কাপালি। দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের ‘এ’ দলকে নিয়ে শুরু হতে যাওয়া ত্রিপক্ষীয় সিরিজের প্রথম তিন ম্যাচের দলে রাখা হয়েছে এই অলরাউন্ডারকে। ১৪ সদস্যের দলের সহ-অধিনায়কও তিনি। জুনায়েদ সিদ্দিকের ইনজুরিতে চার দিনের ম্যাচের অধিনায়কত্ব পাওয়া শামসুর রহমানের হাতে নেতৃত্ব থাকছে ওয়ানডেতেও।
৫ মে বাংলাদেশ ‘এ’ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’র ম্যাচ দিয়ে শুরু টুর্নামেন্ট, গ্রুপ পর্যায়ে নিজেদের মধ্যে দুবার করে খেলবে তিন দল। সেরা দুই দলকে নিয়ে ফাইনাল ১৪ মে। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল এখন চার দিনের ম্যাচ খেলছে, ট্রাভিস ডাওলিনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ঢাকা আসবে আগামী পরশু।
ত্রিপক্ষীয় সিরিজের বাংলাদেশ ‘এ’ দল: শামসুর রহমান (অধি.), অলক কাপালি (সহ-অধি.), উত্তম সরকার, নাজিমউদ্দিন, রকিবুল হাসান, মার্শাল আইয়ুব, ফয়সাল হোসেন, নাজমুল হোসেন (মিলন), ধীমান ঘোষ, ডলার মাহমুদ, নাজমুল হোসেন, তালহা জুবায়ের, নাবিল সামাদ, সাকলাইন সজীব।
৫ মে বাংলাদেশ ‘এ’ ও ওয়েস্ট ইন্ডিজ ‘এ’র ম্যাচ দিয়ে শুরু টুর্নামেন্ট, গ্রুপ পর্যায়ে নিজেদের মধ্যে দুবার করে খেলবে তিন দল। সেরা দুই দলকে নিয়ে ফাইনাল ১৪ মে। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল এখন চার দিনের ম্যাচ খেলছে, ট্রাভিস ডাওলিনের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ঢাকা আসবে আগামী পরশু।
ত্রিপক্ষীয় সিরিজের বাংলাদেশ ‘এ’ দল: শামসুর রহমান (অধি.), অলক কাপালি (সহ-অধি.), উত্তম সরকার, নাজিমউদ্দিন, রকিবুল হাসান, মার্শাল আইয়ুব, ফয়সাল হোসেন, নাজমুল হোসেন (মিলন), ধীমান ঘোষ, ডলার মাহমুদ, নাজমুল হোসেন, তালহা জুবায়ের, নাবিল সামাদ, সাকলাইন সজীব।
No comments