পাকিস্তানকে হারিয়ে দিল জিম্বাবুয়ে
যোগ্যতার মান পড়ে গেছে বলে তারা থাকতে পারে টেস্ট ঘরানার বাইরে, হতে পারে ওয়ানডে ক্রিকেটের দুর্বল দল। কিন্তু খেলাটা যখন টি-টোয়েন্টি তাদের ‘ছোট’ করে দেখার কোনো কারণ নেই। প্রস্তুতি ম্যাচে দুই পরাশক্তিকে হারিয়ে সেটাই জানিয়ে দিল জিম্বাবুয়ে ক্রিকেট দল। পরশু তারা ১২ রানে হারিয়ে দিয়েছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানকে। এর দুদিন আগে ১ রানে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। অবশ্য চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে হারিয়ে সংক্ষিপ্ততর সংস্করণের ক্রিকেটে নিজেদের সামর্থ্য তারা দেখিয়ে দিয়েছে তিন বছর আগেই।
সেন্ট লুসিয়ার বোসেজো স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে চার্লস কভেন্ট্রির অপরাজিত ৪৯ রানের সুবাদে জিম্বাবুয়ে ৭ উইকেটে করেছিল ১৪৩ রান। ২৪ রানে ৪ উইকেট নেন আফ্রিদি। ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৬৭ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। ষষ্ঠ উইকেট জুটিতে ফাওয়াদ আলম (৩২) ও মিসবাহ-উল হক (২১) ৫১ রান তুলে বিপর্যয় এড়ানোর চেষ্টা করেও পারেননি। তবে এই দুজন ছাড়া দুই অঙ্কের রান করেছেন আরও একজন কামরান আকমল (৩৭)। জিম্বাবুয়ের সফল ব্যাটসম্যান চিগুম্বুরা বল হাতেও সফল, ৩ উইকেট নিয়েছেন ১৬ রানে।
দিনের অন্য দুটি প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া (১৮৯/৮) ১০১ রানে উইন্ডওয়ার্ড আইল্যান্ডকে (৮৮) এবং ইংল্যান্ড (১২৭/৫) ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে (১২৫/৫) হারিয়েছে।
সেন্ট লুসিয়ার বোসেজো স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে চার্লস কভেন্ট্রির অপরাজিত ৪৯ রানের সুবাদে জিম্বাবুয়ে ৭ উইকেটে করেছিল ১৪৩ রান। ২৪ রানে ৪ উইকেট নেন আফ্রিদি। ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৬৭ রানে হারিয়ে ফেলে ৫ উইকেট। ষষ্ঠ উইকেট জুটিতে ফাওয়াদ আলম (৩২) ও মিসবাহ-উল হক (২১) ৫১ রান তুলে বিপর্যয় এড়ানোর চেষ্টা করেও পারেননি। তবে এই দুজন ছাড়া দুই অঙ্কের রান করেছেন আরও একজন কামরান আকমল (৩৭)। জিম্বাবুয়ের সফল ব্যাটসম্যান চিগুম্বুরা বল হাতেও সফল, ৩ উইকেট নিয়েছেন ১৬ রানে।
দিনের অন্য দুটি প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া (১৮৯/৮) ১০১ রানে উইন্ডওয়ার্ড আইল্যান্ডকে (৮৮) এবং ইংল্যান্ড (১২৭/৫) ৫ উইকেটে দক্ষিণ আফ্রিকাকে (১২৫/৫) হারিয়েছে।
No comments