গ্ল্যাডিয়েটর গ্যালাকটিকো মুখোমুখি
রাসেল ক্রো কি তবে রিয়াল মাদ্রিদে যোগ দিলেন? অভিনয় ছেড়ে এই বয়সে ফুটবল! তাও আবার গোলরক্ষক! আরে না, আসলে ‘গ্ল্যাডিয়টরে’র মুখোমুখি হয়েছিল গ্যালাকটিকো। গ্ল্যাডিয়টর-এর জন্য অস্কার জেতা অভিনেতা রাসেল ক্রো সম্প্রতি দেখা করেছেন রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গ্যালাকটিকোসের অন্যতম তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে।
হলিউডের এই নামজাদা অভিনেতা জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ আর রোনালদোর তিনি দারুণ ভক্ত, ‘আমি তো ওর সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে ছিলাম, কারণ ও নিঃসন্দেহে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।’ নতুন ছবি রবিন হুড-এর প্রচারে স্পেন সফর করছেন ৪৬ বছর বয়সী। এক ফাঁকে এসেছিলেন মাদ্রিদের অনুশীলন মাঠে। সেখানে তারকা ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন। রোনালদোর হাত থেকে উপহার হিসেবে নিয়েছেন ‘আর. ক্রো’ লেখা জার্সি।
রিয়ালের টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে ক্রো আরও জানিয়েছেন, শত ব্যস্ততার মধ্যেও খোঁজ রাখেন স্প্যানিশ লিগের, ‘আমি সব সময়ই পয়েন্ট টেবিল বের করে দেখি, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার অবস্থান কোথায়। ওদের সঙ্গে দেখা করে অনেক আনন্দ পেয়েছি। সত্যিই, কী দুর্দান্তই না ওদের দলটা!’
হলিউডের এই নামজাদা অভিনেতা জানিয়েছেন, রিয়াল মাদ্রিদ আর রোনালদোর তিনি দারুণ ভক্ত, ‘আমি তো ওর সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে ছিলাম, কারণ ও নিঃসন্দেহে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।’ নতুন ছবি রবিন হুড-এর প্রচারে স্পেন সফর করছেন ৪৬ বছর বয়সী। এক ফাঁকে এসেছিলেন মাদ্রিদের অনুশীলন মাঠে। সেখানে তারকা ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন। রোনালদোর হাত থেকে উপহার হিসেবে নিয়েছেন ‘আর. ক্রো’ লেখা জার্সি।
রিয়ালের টেলিভিশনকে দেওয়া সাক্ষাত্কারে ক্রো আরও জানিয়েছেন, শত ব্যস্ততার মধ্যেও খোঁজ রাখেন স্প্যানিশ লিগের, ‘আমি সব সময়ই পয়েন্ট টেবিল বের করে দেখি, রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার অবস্থান কোথায়। ওদের সঙ্গে দেখা করে অনেক আনন্দ পেয়েছি। সত্যিই, কী দুর্দান্তই না ওদের দলটা!’
No comments