সংগীতে পুরস্কার পাচ্ছেন পুতিন
রাশিয়ার সংগীতভিত্তিক টেলিভিশন চ্যানেল মিউজ টিভি কর্তৃপক্ষ এ সপ্তাহে ঘোষণা করেছে, এবারের ‘ইভেন্ট অব দ্য ইয়ার’ পুরস্কারের জন্য সে দেশের প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনকে মনোনীত করেছে তারা। চ্যানেল কর্তৃপক্ষ জানায়, ‘হিপ হপ’ ধারার সংগীতের প্রসারে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে।
এই মনোনয়ন অনেকখানি অপ্রত্যাশিত, কারণ, ভিডিওচিত্রে দেখা গেছে ৫৭ বছর বয়সী পুতিন বেশ খানিকটা জড়োসড়ো ভঙ্গিতে স্থিরভাবে কিশোর-কিশোরীদের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন আর তাঁর চারপাশে ওই কিশোর-কিশোরীরা র্যাপ সংগীত গাইছে। নভেম্বরে পুতিন ‘ব্যাটেল ফর রেসপেক্ট’ নামের ‘হিপ হপ’ ধারার গানের ওই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে তিনি প্রতিযোগীদের উৎসাহ দেন।
সমালোচকেরা বলছেন, জনপ্রিয়তা বাড়ানোর এটি একটি কৌশল পুতিনের। কিন্তু ওই অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, তিনি মাদক ও মদ্যপানের কুফল সম্পর্কে যুবসমাজকে সচেতন করতে ওই অনুষ্ঠানে অংশ নেন।
২১ এপ্রিল মস্কোতে পুরস্কার বিতরণ করা হবে। তবে পুতিন এতে যোগ দেবেন কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
এই মনোনয়ন অনেকখানি অপ্রত্যাশিত, কারণ, ভিডিওচিত্রে দেখা গেছে ৫৭ বছর বয়সী পুতিন বেশ খানিকটা জড়োসড়ো ভঙ্গিতে স্থিরভাবে কিশোর-কিশোরীদের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন আর তাঁর চারপাশে ওই কিশোর-কিশোরীরা র্যাপ সংগীত গাইছে। নভেম্বরে পুতিন ‘ব্যাটেল ফর রেসপেক্ট’ নামের ‘হিপ হপ’ ধারার গানের ওই প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে তিনি প্রতিযোগীদের উৎসাহ দেন।
সমালোচকেরা বলছেন, জনপ্রিয়তা বাড়ানোর এটি একটি কৌশল পুতিনের। কিন্তু ওই অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়ার প্রধানমন্ত্রী বলেছেন, তিনি মাদক ও মদ্যপানের কুফল সম্পর্কে যুবসমাজকে সচেতন করতে ওই অনুষ্ঠানে অংশ নেন।
২১ এপ্রিল মস্কোতে পুরস্কার বিতরণ করা হবে। তবে পুতিন এতে যোগ দেবেন কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি।
No comments