সুদানে ভোট গণনা শুরু, বশিরের জয়ের সম্ভাবনা বেশি
সুদানে নির্বাচন গত বৃহস্পতিবার শেষ হয়েছে। নির্বাচনে প্রেসিডেন্ট ওমর-আল বশির পুনর্নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। প্রেসিডেন্টের একজন সহযোগী বলেছেন, এ নির্বাচনে বশির জয়লাভ করলে ধরে নিতে হবে তাঁর বিরুদ্ধে উত্থাপিত যুদ্ধাপরাধের অভিযোগ ভোটারদের মধ্যে কোনো সাড়া ফেলেনি। তবে দেশের প্রধান বিরোধী দল এ নির্বাচন বর্জন করে। খবর এএফপির।
নির্বাচন শেষ হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায়। ভোটকেন্দ্রের মধ্যে যাঁরা ছিলেন, তাঁদের ভোট পরেও নেওয়া হয়। গতকাল শুক্রবার ভোট গণনা শুরু হয়েছে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল এক কোটি ৬০ লাখ। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি পার্লামেন্ট ও স্থানীয় পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হয়।
দুই যুগের মধ্যে সুদানে এটাই প্রথম বহুদলীয় নির্বাচন। আন্তর্জাতিক অপরাধ আদালত এ বছরের মার্চে যুদ্ধাপরাধের অভিযোগে প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।
নির্বাচন শেষ হয়েছে গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায়। ভোটকেন্দ্রের মধ্যে যাঁরা ছিলেন, তাঁদের ভোট পরেও নেওয়া হয়। গতকাল শুক্রবার ভোট গণনা শুরু হয়েছে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ছিল এক কোটি ৬০ লাখ। প্রেসিডেন্ট নির্বাচনের পাশাপাশি পার্লামেন্ট ও স্থানীয় পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হয়।
দুই যুগের মধ্যে সুদানে এটাই প্রথম বহুদলীয় নির্বাচন। আন্তর্জাতিক অপরাধ আদালত এ বছরের মার্চে যুদ্ধাপরাধের অভিযোগে প্রেসিডেন্ট বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর এ নির্বাচন অনুষ্ঠিত হলো।
No comments