সেমিফাইনালে সিলেট
টিম টিম করে এখনো জ্বলছে সম্ভাবনা। আজ যদি সুলতানস অব সিলেটের কাছে হেরে যায় কিংস অব খুলনা, আগামীকালের বরিশাল ব্লেজার্স-খুলনার ম্যাচটি হয়ে যাবে এনসিএল টি-টোয়েন্টি লিগের অলিখিত কোয়ার্টার ফাইনাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল সন্ধ্যার ম্যাচে সুলতানস অব সিলেটের কাছে ৪ উইকেটে হারের পরও এই সমীকরণই টুর্নামেন্টে টিকিয়ে রেখেছে শাহরিয়ার নাফীসের দলকে। অন্যদিকে কালকের জয় দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে তুলে দিয়েছে সিলেটকে।
তবে মাশরাফি বিন মুর্তজার সুলতানস অব সিলেট খুব সহজ জয় পায়নি। ১২০ রানের ছোট লক্ষ্য ছুঁতেই খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত, হারিয়েছে ৬টি উইকেট। বরিশাল ব্লেজার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শ্রীলঙ্কান ব্যাটসম্যান ইন্ডিকা ডি সারামই দিয়েছেন সিলেটের জয়ের নেতৃত্ব। ম্যান অব দ্য ম্যাচও তিনি। ওয়ান ডাউনে নেমে ৩৯ বলে অপরাজিত ৩৯ রান করেছেন ইন্ডিকা। ২১ বলে ১৮ রান করে অধিনায়ক মাশরাফি দিয়েছেন সময়োপযোগী সমর্থন।
এর আগে ইনিংসের ১ বল বাকি থাকতেই ১১৯ রানে অলআউট হয়েছে বরিশাল ব্লেজার্স। ১৭ বলে সর্বোচ্চ ২৬ রান শ্রীলঙ্কার জীবন্থার। শাহরিয়ার নাফীস করেছেন ২৬ বলে ২০। বরিশালকে অল্প রানে আটকে রাখতে সিলেটের বোলারদের সবার প্রায় সমান অবদান। তবে দুই উইকেট করে নিয়েছেন দুই স্পিনার মোশাররফ হোসেন ও ফরিদউদ্দিন।
সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা সিলেটের ৪ ম্যাচে পয়েন্ট ৬। দুটি সেমিফাইনালই হবে ১৯ এপ্রিল। খেলোয়াড়দের এক দিন বিশ্রাম দিতে ফাইনাল হবে ২০ এপ্রিলের পরিবর্তে ২১ এপ্রিল, খেলা শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিটে।
তবে মাশরাফি বিন মুর্তজার সুলতানস অব সিলেট খুব সহজ জয় পায়নি। ১২০ রানের ছোট লক্ষ্য ছুঁতেই খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত, হারিয়েছে ৬টি উইকেট। বরিশাল ব্লেজার্সের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শ্রীলঙ্কান ব্যাটসম্যান ইন্ডিকা ডি সারামই দিয়েছেন সিলেটের জয়ের নেতৃত্ব। ম্যান অব দ্য ম্যাচও তিনি। ওয়ান ডাউনে নেমে ৩৯ বলে অপরাজিত ৩৯ রান করেছেন ইন্ডিকা। ২১ বলে ১৮ রান করে অধিনায়ক মাশরাফি দিয়েছেন সময়োপযোগী সমর্থন।
এর আগে ইনিংসের ১ বল বাকি থাকতেই ১১৯ রানে অলআউট হয়েছে বরিশাল ব্লেজার্স। ১৭ বলে সর্বোচ্চ ২৬ রান শ্রীলঙ্কার জীবন্থার। শাহরিয়ার নাফীস করেছেন ২৬ বলে ২০। বরিশালকে অল্প রানে আটকে রাখতে সিলেটের বোলারদের সবার প্রায় সমান অবদান। তবে দুই উইকেট করে নিয়েছেন দুই স্পিনার মোশাররফ হোসেন ও ফরিদউদ্দিন।
সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা সিলেটের ৪ ম্যাচে পয়েন্ট ৬। দুটি সেমিফাইনালই হবে ১৯ এপ্রিল। খেলোয়াড়দের এক দিন বিশ্রাম দিতে ফাইনাল হবে ২০ এপ্রিলের পরিবর্তে ২১ এপ্রিল, খেলা শুরু হবে বিকেল ৫টা ২০ মিনিটে।
No comments