মৃত ব্যক্তিকে মেয়র নির্বাচিত
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ট্রেসি শহরে মেয়র হিসেবে এক মৃত ব্যক্তি নির্বাচিত হয়েছেন। এক মাস আগে নির্বাচনী প্রচারণা চালানোর সময় মৃত্যুবরণ করেন কার্ল গিয়ারি। তাঁর বিধবা স্ত্রী সুসান গিয়ারি বলেন, ‘নির্বাচনে কার্লের বিজয়ের বিষয়টি আমার কাছে মোটেই বিস্ময়কর নয়।’
তিনি বলেন, কার্ল যেদিন মারা যান, সেদিন লোকজন শোক প্রকাশ করে বলেছিলেন, ‘আমরা কার্লকেই ভোট দেব।’ হয়েছেও তা-ই। নির্বাচনে তিনি পেয়েছেন ২৮৫ ও তাঁর প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৮৫ ভোট।
কার্ল গিয়ারি (৫৮) সোজাসাপ্টা কথা বলার জন্য সবার কাছে পরিচিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী ক্রিস রোগার বলেন, বর্তমান মেয়র বারবারা ব্রুকের বিরোধিতা করতেই লোকজন গিয়ারিকে বিজয়ী করেছে।
তিনি বলেন, কার্ল যেদিন মারা যান, সেদিন লোকজন শোক প্রকাশ করে বলেছিলেন, ‘আমরা কার্লকেই ভোট দেব।’ হয়েছেও তা-ই। নির্বাচনে তিনি পেয়েছেন ২৮৫ ও তাঁর প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৮৫ ভোট।
কার্ল গিয়ারি (৫৮) সোজাসাপ্টা কথা বলার জন্য সবার কাছে পরিচিত ছিলেন। স্থানীয় ব্যবসায়ী ক্রিস রোগার বলেন, বর্তমান মেয়র বারবারা ব্রুকের বিরোধিতা করতেই লোকজন গিয়ারিকে বিজয়ী করেছে।
No comments