দুই দলের উল্টো যাত্রা
সাইক্লোনস অব চিটাগংয়ের জন্য দুঃস্মৃতিরই হয়ে থাকল প্রথম এনসিএল টি-টোয়েটি ক্রিকেট লিগ। পাঁচ ম্যাচের চারটিতেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে তারা। অন্যদিকে কাল বরিশাল ব্লেজার্সের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ জিতে সেমিফাইনালে উঠে গেছে সুলতানস অব সিলেট।
No comments