রুনির দাম আকাশছোঁয়া
রোনালদো-কাকাকে এনেও প্রত্যাশিত ফল পাওয়া যাচ্ছে না, চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়তে হয়েছে, ‘এল ক্লাসিকো’তে হেরে লা লিগাতেও নেমে যেতে হয়েছে দুইয়ে।
এবার রিয়াল মাদ্রিদের নজর পড়েছে দুর্দান্ত ফর্মে থাকা ওয়েইন রুনির দিকে। কিন্তু এই মৌসুমে ৩৪ গোল করা স্ট্রাইকারকে ছাড়বে কেন ম্যানচেস্টার ইউনাইটেড? তবে মোক্ষম অস্ত্র তো রিয়ালের আছেই—অর্থ! শোনা যাচ্ছে রুনির জন্য ১৫০ মিলিয়ন পাউন্ডের চোখ ধাঁধানো প্রস্তাব দিয়েছে রিয়াল।
এর মধ্যে ট্রান্সফার ফি ৯০ মিলিয়ন পাউন্ড, আর রুনির সাপ্তাহিক বেতন আড়াই লাখ পাউন্ড, পাঁচ বছরে যা দাঁড়াবে ক্রিস্টিয়ানো রোনালদোর সমান বেতন ৬০ মিলিয়ন পাউন্ড। সব মিলিয়ে রীতিমতো লোভনীয় টোপ। এ ছাড়া ফ্যাবিও ক্যাপেলোকেও নাকি ফিরিয়ে আনতে চায় রিয়াল। ইংল্যান্ডের সঙ্গে ক্যাপেলোর চুক্তি ২০১২ সাল পর্যন্ত হলেও সেটি নিয়ে ভাবছেন না রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
এবার রিয়াল মাদ্রিদের নজর পড়েছে দুর্দান্ত ফর্মে থাকা ওয়েইন রুনির দিকে। কিন্তু এই মৌসুমে ৩৪ গোল করা স্ট্রাইকারকে ছাড়বে কেন ম্যানচেস্টার ইউনাইটেড? তবে মোক্ষম অস্ত্র তো রিয়ালের আছেই—অর্থ! শোনা যাচ্ছে রুনির জন্য ১৫০ মিলিয়ন পাউন্ডের চোখ ধাঁধানো প্রস্তাব দিয়েছে রিয়াল।
এর মধ্যে ট্রান্সফার ফি ৯০ মিলিয়ন পাউন্ড, আর রুনির সাপ্তাহিক বেতন আড়াই লাখ পাউন্ড, পাঁচ বছরে যা দাঁড়াবে ক্রিস্টিয়ানো রোনালদোর সমান বেতন ৬০ মিলিয়ন পাউন্ড। সব মিলিয়ে রীতিমতো লোভনীয় টোপ। এ ছাড়া ফ্যাবিও ক্যাপেলোকেও নাকি ফিরিয়ে আনতে চায় রিয়াল। ইংল্যান্ডের সঙ্গে ক্যাপেলোর চুক্তি ২০১২ সাল পর্যন্ত হলেও সেটি নিয়ে ভাবছেন না রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।
No comments