এসিএস টেক্সটাইল পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভানস গত বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে এসিএস টেক্সটাইল (বাংলাদেশ) লিমিটেড পরিদর্শন করেছেন।
এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ দাউদ আকবানী, পরিচালক ম্যাক্স কোহেন মার্টিন স্লকিসসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিটিশ হাইকমিশনার এসিএস টেক্সটাইলের উইভিং, প্রসেসিং ও স্টিচিং ইউনিটের উত্পাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। সম্পূর্ণ ব্রিটিশ অর্থায়নে ২০০৫ সালে ২৮ একর জমির ওপর শতভাগ রপ্তানিমুখী এসিএস টেক্সটাইল গড়ে তোলা হয়।
এ সময় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ দাউদ আকবানী, পরিচালক ম্যাক্স কোহেন মার্টিন স্লকিসসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্রিটিশ হাইকমিশনার এসিএস টেক্সটাইলের উইভিং, প্রসেসিং ও স্টিচিং ইউনিটের উত্পাদন প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন। সম্পূর্ণ ব্রিটিশ অর্থায়নে ২০০৫ সালে ২৮ একর জমির ওপর শতভাগ রপ্তানিমুখী এসিএস টেক্সটাইল গড়ে তোলা হয়।
No comments