জিম্বাবুয়ের অসহায় আত্মসমর্পণ
ওয়েস্ট ইন্ডিজের স্কোর যে খুব বড় ছিল তা নয়—২৪৫। চন্দরপলের ফিফটির কল্যাণে পাওয়া এই রান টপকাতে গিয়েই জিম্বাবুয়ে ১০৪ রানে অলআউট। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে পরশু ১৪১ রানে পরাজয়ের পর নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন জিম্বাবুয়ে অধিনায়ক প্রসপার উতসেয়া, ‘ব্যাটিংয়ে আমরা পুরোপুরি ব্যর্থ।’
এই ব্যর্থতায় ১-১-এ সমতায় থাকা সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
রানের খাতা খোলা না হতেই সিবান্দাকে হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। শুরুর এই ধাক্কা তারা সামলে ওঠে মাসাকাদজা-টেলরের ৫১ রানের জুটিতে। কিন্তু এই জুটি বিচ্ছিন্ন হওয়ার পরই বেপথু উতসেয়ার দল। ১ উইকেটে ৫১ থেকে মাত্র ২১ বলের ব্যবধানে জিম্বাবুয়ে পরিণত হয় ৫/৫৮! বাকি ৫ উইকেটে তারা তুলতে পারে আর ৪৬ রান। ৩টি চার ও ১টি ছয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মাসাকাদজা। জিম্বাবুয়ের ১০৪ রান আর্নস ভেলে ওয়ানডের সর্বনিম্ন স্কোর। ক্যারিয়ার-সেরা বোলিং করে (২৫ রানে ৪ উইকেট) ম্যান অব দ্য ম্যাচ মিডিয়াম পেসার ড্যারেন স্যামি।
একই ভেন্যুতে আজ সিরিজের চতুর্থ ওয়ানডে।
এই ব্যর্থতায় ১-১-এ সমতায় থাকা সিরিজে এখন ২-১ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
রানের খাতা খোলা না হতেই সিবান্দাকে হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। শুরুর এই ধাক্কা তারা সামলে ওঠে মাসাকাদজা-টেলরের ৫১ রানের জুটিতে। কিন্তু এই জুটি বিচ্ছিন্ন হওয়ার পরই বেপথু উতসেয়ার দল। ১ উইকেটে ৫১ থেকে মাত্র ২১ বলের ব্যবধানে জিম্বাবুয়ে পরিণত হয় ৫/৫৮! বাকি ৫ উইকেটে তারা তুলতে পারে আর ৪৬ রান। ৩টি চার ও ১টি ছয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন মাসাকাদজা। জিম্বাবুয়ের ১০৪ রান আর্নস ভেলে ওয়ানডের সর্বনিম্ন স্কোর। ক্যারিয়ার-সেরা বোলিং করে (২৫ রানে ৪ উইকেট) ম্যান অব দ্য ম্যাচ মিডিয়াম পেসার ড্যারেন স্যামি।
একই ভেন্যুতে আজ সিরিজের চতুর্থ ওয়ানডে।
No comments