চ্যাপেল-হ্যাডলি ট্রফি অস্ট্রেলিয়ারই থাকল
সিরিজের শেষ ম্যাচটা অর্থহীন হয়ে যাওয়া এড়াতে জিততেই হতো নিউজিল্যান্ডকে। প্রথম তিন ম্যাচের পর অস্ট্রেলিয়া ২-১-এ এগিয়ে। কাল অকল্যান্ডের ইডেন পার্কে চতুর্থ ম্যাচটা ৬ উইকেটে জিতে চ্যাপেল-হ্যাডলি ট্রফিটা নিজেদের কাছে রেখে দিল রিকি পন্টিংয়ের দল।
টসে হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড ইনিংসের প্রথম ২০ ওভার অবশ্য অন্য ইঙ্গিতই দিচ্ছিল। স্কোরবোর্ডে ১২০ রান, তিন শ পেরোনো একটা স্কোর তো হওয়াই উচিত। সেটি হলো না অস্ট্রেলীয় বোলাররা প্রবল প্রতাপে ফিরে আসায়। ১ উইকেটে ১২০ থেকে দেখতে না-দেখতেই স্কোর হয়ে গেল ৭ উইকেটে ১৭৭। ২০ থেকে ৩৯ ওভারের মধ্যে কোনো বাউন্ডারিই নেই। শেষ পর্যন্ত প্রায় ৬ ওভার বাকি থাকতেই নিউজিল্যান্ড অলআউট। স্কোরটা ২৩৮-ও তো হলো ৯ নম্বরে নামা ড্যারিল টাফির ১৭ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসে।
এই রান টপকাতে অস্ট্রেলিয়ার কোনো সমস্যা হওয়ার কথা নয়। দুই ইনিংসের বিরতির সময় বৃষ্টি লক্ষ্যটা বদলে ৩৪ ওভারে ২০০ হয়ে যাওয়ার পরও একই কথা। বন্ডের প্রথম ওভারেই হাডিনের ফিরে যাওয়াটাকে কোনো ব্যাপারই হয়ে উঠতে দেয়নি পন্টিং ও হোয়াইটের হাফ সেঞ্চুরি। ৩৪ বলে হাফ সেঞ্চুরি করার পরের বলেই আউট হয়ে গেছেন পন্টিং। হোয়াইটের অপরাজিত ৫০ এসেছে ৫৭ বলে। তথ্যসূত্র: ওয়েবসাইট।
নিউজিল্যান্ড: ৪৪.১ ওভারে ২৩৮ (ম্যাককালাম ৬১, টাফি ৩৪, গাপটিল ৩০; হরিজ ৩/৪৬, ওয়াটসন ২/৩৪, হোপস ২/৩৮, জনসন ২/৪০)।
অস্ট্রেলিয়া: ৩১.১ ওভারে ২০২/৪ (পন্টিং ৫০, হোয়াইট ৫০*, ভোজেস ৩৪, ওয়াটসন ৩২; ভেট্টোরি ২/২৯)।
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
টসে হেরে ব্যাটিংয়ে নামা নিউজিল্যান্ড ইনিংসের প্রথম ২০ ওভার অবশ্য অন্য ইঙ্গিতই দিচ্ছিল। স্কোরবোর্ডে ১২০ রান, তিন শ পেরোনো একটা স্কোর তো হওয়াই উচিত। সেটি হলো না অস্ট্রেলীয় বোলাররা প্রবল প্রতাপে ফিরে আসায়। ১ উইকেটে ১২০ থেকে দেখতে না-দেখতেই স্কোর হয়ে গেল ৭ উইকেটে ১৭৭। ২০ থেকে ৩৯ ওভারের মধ্যে কোনো বাউন্ডারিই নেই। শেষ পর্যন্ত প্রায় ৬ ওভার বাকি থাকতেই নিউজিল্যান্ড অলআউট। স্কোরটা ২৩৮-ও তো হলো ৯ নম্বরে নামা ড্যারিল টাফির ১৭ বলে ৩৪ রানের ঝোড়ো ইনিংসে।
এই রান টপকাতে অস্ট্রেলিয়ার কোনো সমস্যা হওয়ার কথা নয়। দুই ইনিংসের বিরতির সময় বৃষ্টি লক্ষ্যটা বদলে ৩৪ ওভারে ২০০ হয়ে যাওয়ার পরও একই কথা। বন্ডের প্রথম ওভারেই হাডিনের ফিরে যাওয়াটাকে কোনো ব্যাপারই হয়ে উঠতে দেয়নি পন্টিং ও হোয়াইটের হাফ সেঞ্চুরি। ৩৪ বলে হাফ সেঞ্চুরি করার পরের বলেই আউট হয়ে গেছেন পন্টিং। হোয়াইটের অপরাজিত ৫০ এসেছে ৫৭ বলে। তথ্যসূত্র: ওয়েবসাইট।
নিউজিল্যান্ড: ৪৪.১ ওভারে ২৩৮ (ম্যাককালাম ৬১, টাফি ৩৪, গাপটিল ৩০; হরিজ ৩/৪৬, ওয়াটসন ২/৩৪, হোপস ২/৩৮, জনসন ২/৪০)।
অস্ট্রেলিয়া: ৩১.১ ওভারে ২০২/৪ (পন্টিং ৫০, হোয়াইট ৫০*, ভোজেস ৩৪, ওয়াটসন ৩২; ভেট্টোরি ২/২৯)।
ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ী।
No comments