সহিংসতার আশঙ্কায় ব্যাংককে ৫০ হাজার সেনা মোতায়েন
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকদের বিক্ষোভের সময় সহিংসতার আশঙ্কায় রাজধানী ব্যাংককে সেনাসদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৫০ হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। আজ শুক্রবার থেকে ব্যাংককে বিক্ষোভের ডাক দিয়েছে থাকসিনের সমর্থকেরা। এএফপি।
থাইল্যান্ডের সর্বোচ্চ আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের ১৪০ কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করার দুই সপ্তাহ পর এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। নিরাপত্তা কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত উপপ্রধানমন্ত্রী সুথেপ থাগসুবান বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩০ হাজার সেনাসদস্য, ১০ হাজার পুলিশ ও ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, বিক্ষোভকারীরা জোর করে সেনাঘাঁটি বা থানায় প্রবেশ করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। এমন ব্যক্তিদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে। উপপ্রধানমন্ত্রী আরও জানান, বিক্ষোভকারীদের দেহ তল্লাশির জন্য ব্যাংককের বিভিন্ন স্থানে নিরাপত্তাচৌকি স্থাপন করা হয়েছে।
থাইল্যান্ডের সর্বোচ্চ আদালত দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিনের ১৪০ কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করার দুই সপ্তাহ পর এই বিক্ষোভের ডাক দেওয়া হয়। নিরাপত্তা কার্যক্রম তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত উপপ্রধানমন্ত্রী সুথেপ থাগসুবান বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৩০ হাজার সেনাসদস্য, ১০ হাজার পুলিশ ও ১০ হাজার স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। তিনি বলেন, বিক্ষোভকারীরা জোর করে সেনাঘাঁটি বা থানায় প্রবেশ করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। এমন ব্যক্তিদের সন্ত্রাসী হিসেবে বিবেচনা করা হবে। উপপ্রধানমন্ত্রী আরও জানান, বিক্ষোভকারীদের দেহ তল্লাশির জন্য ব্যাংককের বিভিন্ন স্থানে নিরাপত্তাচৌকি স্থাপন করা হয়েছে।
No comments