নারী সংরক্ষণ বিল এপ্রিলে লোকসভায় পেশ হতে পারে
এখন আর ভারতের নারী সংরক্ষণ বিল তাড়াহুড়ো করে পাস করাতে চাইছেন না ভারতের জোট সরকার সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএর নেতারা। গত মঙ্গলবার ভারতের আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভায় এই বিলটি পাস হয়।
এই বিল পাস করা নিয়ে রাজ্যসভায় দুদিন ধরে প্রচণ্ড হট্টগোল হয়। এরই পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান হামিদ আনসারী রাজ্যসভার সাত সাংসদকে রাজ্যসভার চলতি অধিবেশন থেকে বহিষ্কারও করেন। এখন সাংবিধানিক রীতি অনুসারে বিলটি ফের পাস করাতে হবে আইনসভার নিম্নকক্ষ লোকসভায়। তারপর বিলটি স্বাক্ষরের জন্য যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি অনুমোদন দিলেই বিলটি আইনে পরিণত হবে।
এ দিকে লোকসভার চলতি অধিবেশন ১৬ মার্চ পর্যন্ত হওয়ার কথা। কথা ছিল, এই সময়ের মধ্যেই বিলটি লোকসভায় পাস করিয়ে নেওয়া হবে। কিন্তু এখন আর কংগ্রেস নেতৃত্ব চাইছে না তাড়াহুড়া করে বিল পাস করাতে। লোকসভার চলতি অধিবেশন শেষ হওয়ার পর ফের অধিবেশন বসবে আগামী ১২ এপ্রিল। ওই সময়ই এই বিলটি লোকসভায় পেশ হতে পারে বলে বুধবার ইঙ্গিত দিয়েছেন সংসদীয় দপ্তরের মন্ত্রী পবনকুমার বনশল।
এই বিল পাস করা নিয়ে রাজ্যসভায় দুদিন ধরে প্রচণ্ড হট্টগোল হয়। এরই পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান হামিদ আনসারী রাজ্যসভার সাত সাংসদকে রাজ্যসভার চলতি অধিবেশন থেকে বহিষ্কারও করেন। এখন সাংবিধানিক রীতি অনুসারে বিলটি ফের পাস করাতে হবে আইনসভার নিম্নকক্ষ লোকসভায়। তারপর বিলটি স্বাক্ষরের জন্য যাবে রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি অনুমোদন দিলেই বিলটি আইনে পরিণত হবে।
এ দিকে লোকসভার চলতি অধিবেশন ১৬ মার্চ পর্যন্ত হওয়ার কথা। কথা ছিল, এই সময়ের মধ্যেই বিলটি লোকসভায় পাস করিয়ে নেওয়া হবে। কিন্তু এখন আর কংগ্রেস নেতৃত্ব চাইছে না তাড়াহুড়া করে বিল পাস করাতে। লোকসভার চলতি অধিবেশন শেষ হওয়ার পর ফের অধিবেশন বসবে আগামী ১২ এপ্রিল। ওই সময়ই এই বিলটি লোকসভায় পেশ হতে পারে বলে বুধবার ইঙ্গিত দিয়েছেন সংসদীয় দপ্তরের মন্ত্রী পবনকুমার বনশল।
No comments