কৃচ্ছ্র-পরিকল্পনার বিরুদ্ধে ধর্মঘটে অচল গ্রিস
সরকারের কৃচ্ছ্র-পরিকল্পনার বিরুদ্ধে ক্ষুব্ধ জনতা ও বেসরকারি শ্রমিক ইউনিয়নগুলো বৃহস্পতিবার আবারও দেশব্যাপী ধর্মঘট ডাকায় অচল হয়ে পড়ে গ্রিস।
২৪ ঘণ্টার এ ধর্মঘটে বিমানবন্দর, স্কুল, হাসপাতাল, একরোপলিসের মতো পর্যটনকেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। গ্রিসের মন্দা অর্থনীতি চাঙা করতে প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউবের ব্যয় হ্রাস এবং কর বাড়ানোর পরিকল্পনার প্রতিবাদেই এ ধর্মঘট ডাকা হয়।
বাজার এবং ইউরোপীয় ইউনিয়নের সদ্যসের কাছ থেকে চাপের মুখে গত সপ্তাহে গ্রিক সরকার কৃচ্ছ্র-পরিকল্পনা নিয়েছে। এর ফলে ভ্যাট বেড়ে গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কমে গেছে এবং পেনশন বন্ধ হয়ে গেছে।
সরকারের এ পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভকারী শ্রমিকেরা একযোগে স্লোগান দিচ্ছেন, ‘সংকটের জন্য আমরা মূল্য দেব না।’
দেশের ৫০ লাখ শ্রমিকের অর্ধেকের প্রতিনিধিত্বকারী বেসরকারি শ্রমিক ইউনিয়ন জেএসইই ও এর শাখা সংগঠন এডিইডিই জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন-সমর্থিত গ্রিস সরকারের কৃচ্ছ্র-পরিকল্পনায় দরিদ্ররা ক্ষতিগ্রস্ত হবে। মন্দাপীড়িত অর্থনীতিতে তা আরও সমস্যা সৃষ্টি করবে।
ইউরোপীয় ইউনিয়নের নীতিনির্ধারকেরা, রেটিং এজেন্সি ও বাণিজ্যিক বাজারগুলো এই কৃচ্ছ্র-পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে।
২৪ ঘণ্টার এ ধর্মঘটে বিমানবন্দর, স্কুল, হাসপাতাল, একরোপলিসের মতো পর্যটনকেন্দ্রগুলো বন্ধ হয়ে যায়। গ্রিসের মন্দা অর্থনীতি চাঙা করতে প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউবের ব্যয় হ্রাস এবং কর বাড়ানোর পরিকল্পনার প্রতিবাদেই এ ধর্মঘট ডাকা হয়।
বাজার এবং ইউরোপীয় ইউনিয়নের সদ্যসের কাছ থেকে চাপের মুখে গত সপ্তাহে গ্রিক সরকার কৃচ্ছ্র-পরিকল্পনা নিয়েছে। এর ফলে ভ্যাট বেড়ে গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কমে গেছে এবং পেনশন বন্ধ হয়ে গেছে।
সরকারের এ পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভকারী শ্রমিকেরা একযোগে স্লোগান দিচ্ছেন, ‘সংকটের জন্য আমরা মূল্য দেব না।’
দেশের ৫০ লাখ শ্রমিকের অর্ধেকের প্রতিনিধিত্বকারী বেসরকারি শ্রমিক ইউনিয়ন জেএসইই ও এর শাখা সংগঠন এডিইডিই জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন-সমর্থিত গ্রিস সরকারের কৃচ্ছ্র-পরিকল্পনায় দরিদ্ররা ক্ষতিগ্রস্ত হবে। মন্দাপীড়িত অর্থনীতিতে তা আরও সমস্যা সৃষ্টি করবে।
ইউরোপীয় ইউনিয়নের নীতিনির্ধারকেরা, রেটিং এজেন্সি ও বাণিজ্যিক বাজারগুলো এই কৃচ্ছ্র-পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে।
No comments