জ্যাকসনের বিলাসবহুল আসবাব নিলামে উঠছে
প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের বিলাসবহুল আসবাবপত্র নিলামে তোলা হবে। লাস ভেগাসে আগামী জুন মাসে ওই নিলাম হবে। এর আগে আয়ারল্যান্ডের নিউব্রিজ সিলভাওয়্যার জাদুঘরে চলবে সেগুলোর প্রদর্শনী। নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়ান গত শুক্রবার এ ঘোষণা দিয়েছে।
প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়েছে, জ্যাকসন তাঁর ‘দিস ইজ ইট’ লন্ডন কনসার্টকে সামনে রেখে ইতালির বিখ্যাত ‘কলম্বোস্টাইল’ প্রতিষ্ঠানকে যে ২২টি আসবাবপত্রের অর্ডার দিয়েছিলেন, সেগুলো নিলামে তোলা হবে। এগুলোর মধ্যে রয়েছে মুক্তা ও সোনার কারুকাজ করা বেশ কয়েকটি আরাম কেদারা।
এ ছাড়া পপসম্রাটের স্মৃতিবিজড়িত দুই শতাধিক ব্যক্তিগত সামগ্রী আয়ারল্যান্ডের নিউব্রিজ সিলভাওয়্যার জাদুঘরে ১৬ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রদর্শন করা হবে। জ্যাকসন সত্যি কতটা রুচিসম্পন্ন ছিলেন, এর একটা নমুনা তাঁর ভক্তদের সামনে হাজির করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নিলামকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে।
আয়ারল্যান্ডে প্রদর্শনী শেষে এসব আসবাবপত্র লাস ভেগাসের প্লানেট হলিউড রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে নিলামে তোলা হবে। নিলাম চলবে ১৪ থেকে ২৫ জুন পর্যন্ত।
প্রতিষ্ঠানটির এক বিবৃতিতে জানানো হয়েছে, জ্যাকসন তাঁর ‘দিস ইজ ইট’ লন্ডন কনসার্টকে সামনে রেখে ইতালির বিখ্যাত ‘কলম্বোস্টাইল’ প্রতিষ্ঠানকে যে ২২টি আসবাবপত্রের অর্ডার দিয়েছিলেন, সেগুলো নিলামে তোলা হবে। এগুলোর মধ্যে রয়েছে মুক্তা ও সোনার কারুকাজ করা বেশ কয়েকটি আরাম কেদারা।
এ ছাড়া পপসম্রাটের স্মৃতিবিজড়িত দুই শতাধিক ব্যক্তিগত সামগ্রী আয়ারল্যান্ডের নিউব্রিজ সিলভাওয়্যার জাদুঘরে ১৬ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত প্রদর্শন করা হবে। জ্যাকসন সত্যি কতটা রুচিসম্পন্ন ছিলেন, এর একটা নমুনা তাঁর ভক্তদের সামনে হাজির করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে নিলামকারী প্রতিষ্ঠানটি জানিয়েছে।
আয়ারল্যান্ডে প্রদর্শনী শেষে এসব আসবাবপত্র লাস ভেগাসের প্লানেট হলিউড রিসোর্ট অ্যান্ড ক্যাসিনোতে নিলামে তোলা হবে। নিলাম চলবে ১৪ থেকে ২৫ জুন পর্যন্ত।
No comments