টমেটোর কেজি ২৫ পয়সা
এখন গোটা পশ্চিমবঙ্গেই শাকসবজির দাম একেবারে কমে গেছে। কমেছে আলুর দাম। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে সাড়ে তিন থেকে সাড়ে চার রুপিতে। অন্যান্য সবজির দামও মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে। টমেটোর দাম চার থেকে পাঁচ রুপি প্রতি কেজি। অথচ হাটে কেজিপ্রতি টমেটোর পাইকারি দর মাত্র ২৫ পয়সা।
শুক্রবার কোচবিহারের দিনহাটার হাটে কৃষকরা অভিযোগ করেন, একশ্রেণীর ব্যবসায়ী বাজারমূল্য কমিয়ে তাঁদের পণ্য বিক্রি করতে বাধ্য করছেন।
দাম না পেয়ে এদিন টমেটোর চাষিরা টমেটো বিক্রি না করে তা ঢেলে ফেলে দেন হাটে। একই সঙ্গে দাবি তোলেন সবজি সংরক্ষণের। টমেটোচাষিরা ন্যায্যমূল্য না পাওয়ায় আন্দোলন করারও হুমকি দেন।
শুক্রবার কোচবিহারের দিনহাটার হাটে কৃষকরা অভিযোগ করেন, একশ্রেণীর ব্যবসায়ী বাজারমূল্য কমিয়ে তাঁদের পণ্য বিক্রি করতে বাধ্য করছেন।
দাম না পেয়ে এদিন টমেটোর চাষিরা টমেটো বিক্রি না করে তা ঢেলে ফেলে দেন হাটে। একই সঙ্গে দাবি তোলেন সবজি সংরক্ষণের। টমেটোচাষিরা ন্যায্যমূল্য না পাওয়ায় আন্দোলন করারও হুমকি দেন।
No comments