এইচএসবিসিকে ‘ট্রিপল এ’ রেটিং দিল ক্র্যাব

এইচএসবিসি বাংলাদেশ টানা তৃতীয়বারের মতো ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশের (ক্র্যাব) কাছ থেকে ‘ট্রিপল এ’ (এএএ) রেটিং লাভ করেছে। এইচএসবিসির ২০০৯ সালের সার্বিক কার্যক্রম মূল্যায়নের ভিত্তিতে এ রেটিং দেওয়া হয়।
এটি হচ্ছে ক্র্যাবের দেওয়া সর্বোচ্চ রেটিং, যা ব্যাংকগুলোকে শক্তিশালী আর্থিক প্রতিশ্রুতি, ঋণঝুঁকি ন্যূনতম পর্যায়ে রাখা ও গুণগত মানের জন্য দেওয়া হয়।
ক্র্যাবের ব্যবস্থাপনা পরিচালক হামিদুল হক সম্প্রতি এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় প্রকাশের হাতে এ ক্রেডিট রেটিংয়ের সনদ ও প্রতিবেদন তুলে দেন।
এ সময় ক্র্যাবের ভাইস-প্রেসিডেন্ট এইচ এস সোহরাওয়ার্দী, সিনিয়র ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট এহসানুল কবির ও ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট সাজ্জাদ-বিন-সিরাজ এবং এইচএসবিসি বাংলাদেশের প্রধান অর্থ কর্মকর্তা নায়ীম আর চৌধুরী, অর্থ ব্যবস্থাপক কাশাফুদ দুজা ও সহকারী অর্থ ব্যবস্থাপক কাইউম উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন।

No comments

Powered by Blogger.