মোহামেডানের আবেদনে লিগ কমিটির সাড়া

আগামীকাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে দুই মোহামেডানের নির্ধারিত ম্যাচ হচ্ছে না।
ঢাকা মোহামেডানের আবেদনে সাড়া দিয়ে গত রাতে বাংলাদেশ লিগ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়েছে। আপাতত স্থগিত দুই মোহামেডানের ম্যাচ প্রথম পর্বের শেষে হবে। এ ছাড়া ফিকশ্চার অনুযায়ী বাকি সব ম্যাচ চলবে।
বাংলাদেশ লিগ কমিটির চেয়ারম্যান বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদীকে লেখা এক চিঠিতে কাল মোহামেডান আবেদন করেছিল, সিলেটের ঘটনায় তাদের খেলোয়াড়দের এখন মাঠে নামার মতো অবস্থায় নেই। শারীরিক ও মানসিকভাবে ফিট হতে কয়েক দিন সময় লাগবে। অনেকে অনুশীলন করতে পারছেন না। তাই কালকের ম্যাচটি স্থগিত রাখা হোক।
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকেও চিঠি দিয়েছে মোহামেডান। ওই চিঠির বক্তব্য, বিয়ানীবাজারকে বাইলজ অনুযায়ী শাস্তি দেওয়া হয়নি। তাই বাফুফে সভাপতির হস্তক্ষেপ দরকার। তিনি যেন মোহামেডানের আবেদনে সাড়া দিয়ে এ ব্যাপারে পদক্ষেপ নেন।
গত মঙ্গলবার সিলেট স্টেডিয়ামে বিয়ানীবাজারের বিপক্ষে ১-১ ম্যাচ শেষে মোহামেডান খেলোয়াড়েরা স্থানীয় দর্শক ও সংগঠকদের হামলার শিকার হয়েছেন বলে গত কয়েক দিন দাবি করে আসছিল সাদা-কালো শিবির। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ লিগ কমিটি বিয়ানীবাজারকে এক লাখ টাকা জরিমানা করেছে, যদিও মোহামেডানের দাবি, বিয়ানীবাজারকে বহিষ্কার করতে হবে লিগ থেকে।
এ নিয়ে মোহামেডানের সোচ্চার কণ্ঠ ইঙ্গিত দিচ্ছিল, তারা হয়তো চট্টগ্রামে ম্যাচ খেলতে যাবে না। লিগ বর্জনেরই ঘোষণা দিয়ে বসে কি না, এ শঙ্কাও ছিল কারও কারও। শেষ পর্যন্ত মোহামেডান সেই পথে যায়নি।

No comments

Powered by Blogger.