টানা তৃতীয় শিরোপা হলো না জার্মানির। কিন্তু তিনবারের চেষ্টায় ঠিকই জিতে গেল অস্ট্রেলিয়া। গত দুটো বিশ্বকাপের ফাইনালে এই জার্মানির কাছেই পরাজিত অস্ট্রেলিয়া কাল দিল্লিতে জিতল ২-১ গোলে। ১৯৮৬-এর পর এটাই তাদের প্রথম বিশ্বকাপ শিরোপা। ম্যাচের ছয় মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। ৪৮ মিনিটে সমতা ফেরায় জার্মানি। খেলা শেষের ১১ মিনিট আগে পেনাল্টি কর্নার থেকে জয়সূচক গোলটি করেন লুক ডোয়েরনার। টুর্নামেন্টে এটি তাঁর অষ্টম গোল, নেদারল্যান্ডের তেকে তেকেমার সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন এই পেনাল্টি কর্নার স্পেশালিস্ট। এই জয় দিয়ে ইতিহাসের পাতায় ঢুকে গেলেন অস্ট্রেলিয়ার কোচ রিক চার্লসওর্থ। ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলটার খেলোয়াড় ছিলেন। কোচ-খেলোয়াড় দুই ভূমিকাতেই বিশ্বকাপ জেতার কীর্তি আর আছে নেদারল্যান্ডের হ্যান্স জরিটসমার। ওদিকে স্থান নির্ধারণী খেলায় ইংল্যান্ডকে ৪-৩ গোলে হারিয়ে তৃতীয় হয়েছে নেদারল্যান্ড।
No comments