গোসল করে উঠতে না উঠতেই গোটা পরিবারের মাথায় টাক
বুঝুন কাণ্ড! টিউবওয়েলের পানিতে গোসল করে গোটা পরিবারের চুল উধাও। ঘটনাটি ঘটেছে ভারতের বিহারের মাধুবনী জেলায়। সূত্রের খবর, বাড়ির পাশের টিউবওয়েলের জলে রোজই স্নান করতেন মোহাম্মদ হাসিমের পরিবার। শুধু হাসিমের পরিবার একা নয়, আশপাশের অনেক পরিবারই এই টিউবওয়েলের পানি ব্যবহার করতেন। কিন্তু হঠাৎ হাসিমের পরিবারে এমন ঘটনা ঘটায় আতঙ্কে রযেছে গোটা গ্রামবাসী। মোহাম্মদ হাসিমের কথায়, টিউবওয়েলের পানিতে গোসল করার পর হঠাৎ তার স্ত্রী ও দুই সন্তানের মাথা চুলকাতে থাকে। যত চুলকায় ততই চুল ওঠে। কে কাকে সামলায় তখন? সবারই চুল উঠতে থাকে। অবিশ্বাস্যভাবে সব চুল উঠে এখন টাকে পরিণত হয়েছে গোটা পরিবারের। চিকিৎসকও এই রহস্যের সমাধান করে উঠতে পারেননি। পরিবারের অভিযোগে টিউবওয়েলটিকে সিল করে দেয় স্থানীয় প্রশাসন। বিডিওর নির্দেশে নতুন টিউবওয়েল বসানোর আশ্বাসও দেওয়া হয় গ্রামবাসীদের।
No comments