পরীক্ষার জন্য বৃক্ষ মানবের রক্ত যাচ্ছে যুক্তরাষ্ট্রে
বাংলাদেশে ‘বৃক্ষ মানব’ নামে পরিচিত আবুল বাজানদারের রক্ত পরীক্ষার জন্য নমুনা পাঠানো হচ্ছে যুক্তরাষ্ট্রে। যেসব পরীক্ষা বাংলাদেশে সম্ভব নয় সেগুলোর জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাহায্য করতে রাজি হয়েছে। এরই অংশ হিসেবে বাজানদারের রক্তের নমুনা আজ যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। আবুল বাজানদারের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য, বার্ন ইউনিটের উপদেষ্টা ডা. সামন্ত লাল সেন বিবিসি বাংলাকে জানিয়েছেন, এক্সরে এবং রক্ত পরীক্ষাসহ বাজানদারের প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই করা হয়েছে। কিন্তু কিছু পরীক্ষা রয়েছে, যার সুবিধা বাংলাদেশে নেই। যেমন রক্ত, বায়োপসি এবং আরো কিছু পরীক্ষার জন্য তার রক্তের নমুনা যুক্তরাষ্ট্রে পাঠানো হচ্ছে। ঢাকায় এই মূহুর্তে মেডিকেল বোর্ড বাজানদারের রোগ নির্ণয়ের চেষ্টা করছে। সেক্ষেত্রে ডায়াগনোসিসে যা বেরিয়ে আসবে, তার ওপর ভিত্তি করে আগামী দুই সপ্তাহের মধ্যে বাজানদারের একটি সার্জারির পরিকল্পনা মেডিকেল বোর্ডের রয়েছে বলে জানান ডা. সামন্ত লাল সেন। এর আগে বিরল এই বৃক্ষ মানব রোগে আক্রান্ত এক ব্যক্তির চিকিৎসা করেছেন এমন একজন চিকিৎসক ইতিমধ্যেই বাজানদারের চিকিৎসা প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন ডা. সেন। বিরল রোগের কারণে বাজানদারের হাত ও পা দেখতে গাছের শেকড়ে পরিণত হয়েছে বলে মনে হয়। সারা বিশ্বজুড়ে এই রোগে আক্রান্ত মানুষের সংখ্যা মোটে তিনজন। এদের একজন ইন্দোনেশিয়ায় এবং অপরজন রোমানিয়ার।
No comments