লেস্টারের কাছে হেরে গেল ম্যান সিটি
ম্যাঞ্চেস্টার সিটি-১ লেস্টার সিটি-৩ ম্যাঞ্চেস্টার : ঘরের মাঠেই নাস্তানাবুদ ! মরশুমের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলছে লেস্টার সিটি ৷ অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেও ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধেও সেই জয়ের ধারা বজায় রাখল ৷ ম্যানুয়েল পেলেগ্রিনিদের ৩-১ গোলে হারিয়ে দিয়ে বুঝিয়ে দিল সব ম্যাচেই চমক দেওয়ার ক্ষমতা রাখে লেস্টার৷ এই জয়ের সঙ্গে প্রিমিয়র লিগে শীর্ষস্থানও ধরে রাখল লেস্টার৷বিজয়ী দলটির পক্ষে জোড়া গোল করেন রবার্ট হুট৷ অন্যটি রিয়াদ মাহরেজের৷ম্যান সিটির পক্ষে একমাত্র গোলটি করেন সের্জিও অ্যাগুয়েরো৷ এদিন ম্যাচের তিন মিনিটের মধ্যেই হুটের গোলে এগিয়ে যায় লেস্টার৷ বিরতির সময় তারা এক গোলেই এগিয়ে ছিল৷ বিরতির পরেই মাহরেজ গোল করে লেস্টারের পক্ষে ব্যবধান বাড়ান৷ এরপর ৬০ মিনিটের মাথায় হুট গোল করে ফের লেস্টারের পক্ষে ব্যবধান বাড়ান৷ ৮৭ মিনিটে অ্যাগুয়েরো সান্ত্বনা গোল করেন ম্যান সিটির পক্ষে ৷ এদিন লেস্টারের বিরুদ্ধে সেভাবে মেলে ধরতে পারেনি সিটি৷
No comments