লিবিয়ায় হাসপাতালে বিমান হামলায় নিহত ৪
রাজধানী ত্রিপোলি থেকে ৬৮০ মাইল পূর্বে লিবিয়ার উপকূলীয় শহর দেরনা অবস্থিত। ছবি: এএফপি |
লিবিয়ার পূর্বাঞ্চলের দেরনা শহরে গতকাল রোববার একটি হাসপাতালে বিমান হামলায় চারজন নিহত হয়েছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী, তাঁর শিশুসন্তান ও সরকারবিরোধী দুই যোদ্ধা রয়েছে।
আল-ওহ্দা হাসপাতালের এক্স-রে বিশেষজ্ঞ মোহাম্মদ আল-জেদ্দাইমি বলেন, ‘চারজন নিহত হয়েছে। একজন সেবিকা, তাঁর ১০ বছরের ছেলে ও শুরা কাউন্সিলের দুই সদস্য।’
হামলায় হাসপাতালটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।
উপকূলীয় দেরনা শহর রাজধানী ত্রিপোলি থেকে ৬৮০ মাইল পূর্বে অবস্থিত।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, নিহত ব্যক্তিদের মধ্যে একজন নারী, তাঁর শিশুসন্তান ও সরকারবিরোধী দুই যোদ্ধা রয়েছে।
আল-ওহ্দা হাসপাতালের এক্স-রে বিশেষজ্ঞ মোহাম্মদ আল-জেদ্দাইমি বলেন, ‘চারজন নিহত হয়েছে। একজন সেবিকা, তাঁর ১০ বছরের ছেলে ও শুরা কাউন্সিলের দুই সদস্য।’
হামলায় হাসপাতালটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি।
উপকূলীয় দেরনা শহর রাজধানী ত্রিপোলি থেকে ৬৮০ মাইল পূর্বে অবস্থিত।
No comments