খেলার টানে এক মঞ্চে বিয়োন্সে-গাগা-কোল্ডপ্লে-ব্রুনো
মার্কিন মুলুকে এখন সাজোসাজো রব৷ আকাশে-বাতাসে শুধুই সুপারবোল ৫০৷ মার্কিন ফুটবল লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে ডেনভার ব্রঙ্কোস এবং ক্যারোলাইনা প্যান্থার্স৷ লিগের ৫০তম ম্যাচ৷ এককথায় রাজকীয় রাগবির রাজসূয় যজ্ঞে মাতোয়ারা সবাই৷ বাংলাদেশ সময় ভোর সাড়ে চারটায় শুরু হবে এই ম্যাচ৷ ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারা শহরের লিভাইস স্টেডিয়ামেই হচ্ছে এই যুযুধান দু’দলের মহারণ৷ ম্যাচের হাফটাইমে মঞ্চ মাতাতে থাকছে রক আর পপ ঘরানার হুজহুরা৷ তালিকা দেখলে মাথা ঘুরে যেতে বাধ্য৷ বিয়োন্সে নোলস, লেডি গাগা, ব্রুনো মার্সদের স্টেজ কাঁপানো পারফরম্যান্সের সঙ্গেই থাকবে রক ব্যান্ড কোল্ডপ্লে৷ হাজার-হাজার দর্শকের করমর্দন আর সঙ্গে বিয়োন্সেদের পারফরম্যান্স খেলোয়াড়দের যে তাতিয়ে দেবে সেকথা বলার অপেক্ষা রাখে না।
No comments