সৌদিতে দুর্ঘটনায় ২ বাংলাদেশি নিহত
সৌদি আরবের ওয়াদি আল দাওয়াসারে সোমবার সকাল ১১টার দিকে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল মামুন ও আলী আসগর নামে দুই বাংলাদেশী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দু’জন। তারা হলেন- শেখ আব্দুল মান্নান ও জসিম উদ্দিন।তাদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের ঘনিষ্ঠ শোয়েব বিন আহমেদ সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।নিহত আব্দুল্লাহ আল মামুন ও আলী আসগরের বাড়ি সিলেটের সুনামগঞ্জের দিরাই এলাকায়। আহত শেখ আব্দুল মান্নানের বাড়ি মানিকগঞ্জের সিংরাই এবং জসিম উদ্দিনের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়। নিহত ও আহতদের অপর ঘনিষ্ঠ ইমন ইসমাইল জানান, তারা চারজন পবিত্র ওমরাহ পালনের জন্য শনিবার মক্কায় যান।ওমরাহ পালন শেষে মক্কা থেকে জিজান যান নিজেদের কাজের জায়গা পরিদর্শনের জন্য। জিজান থেকে দাম্মাম ফেরার পথে ওয়াদি আল দাওয়াসার এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন তারা।
No comments