টেকসই উন্নয়ন নিয়ে ইউল্যাবে আন্তর্জাতিক সম্মেলন শুরু
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অডিটরিয়ামে শুরু হয়েছে দু’দিনব্যাপি ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিএসডি)’। বৃহস্পতিবার সম্মেলনের উদ্বোধনী বক্তব্য রাখেন ব্র্যাক-এর ভাইস চেয়ানম্যান এবং যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মেইলম্যান পপুলেশন অ্যান্ড ফ্যামিলি হেলথ্-এর অধ্যাপক ড. এ মুশতাক আর চৌধুরী । উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরোও বক্তব্য দেন নেদারল্যান্ডের ইউনেস্কো আইএইচই ও আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ওয়াটার গভর্ণ্যান্সের অধ্যাপক ড. মার্গারেট জুয়ার্টাভেন, জামার্নীর ইউনিভার্সিটি অব কোলন-এর জিওগ্রাফী বিভাগের অধ্যাপক ড. বোরিস ব্রাউন, জাপানের কিয়োটো বিশ্বাবিদ্যালয়ের গ্লোবাল এনভায়রনমেন্টাল ষ্টাডিজের অধ্যাপক ড. রাজিব শ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট এ্যান্ড ভালনারিবিলিটি ষ্টাডিজের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরিন, শ্রীলংকার ইউনিভার্সিটি অব প্যারাদেনিয়ার এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ই.আর. নিমাল গুনাওয়ারদেনা, নেদারল্যান্ডের ওয়াগেনিগেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ সেন্টার (ডবিøউইউআর)-এর স্যোশিওলজি অব ডেভেলপমেন্ট এ্যান্ড চেঞ্জ গ্রæপের অধ্যাপক ড. জেরোন ওয়ার্নার এবং ইউল্যাবের সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএসডি)-এর পরিচালক ও কনফারেন্সের আহবায়ক অধ্যাপক ড. হামিদুল হক। সম্মেলনে টেকসই কৃষি, খাদ্য নিরাপত্তা ও জীবিকায়ন, সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা, লিঙ্গ বৈষম্য, মাইগ্রেশন, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও অভিযোজন, উপকূলবর্তী স্থানসমূহের ব্যবস্থাপনা, প্রতিবন্ধী ও টেকসই উন্নয়ন, সবুজ শহর ও জনবসতি, জনস্বাস্থ্য ও পুষ্টি এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়সহ মোট ১২টি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হচ্ছে। শতাধিক গবেষণাপত্র থেকে নির্বাচিত ৪২টি গবেষণাপত্র দু’দিনব্যাপি এই কনফারেন্সে উপস্থাপন এবং আলোচনা করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানের পর “টেকসই উন্নয়ন ও জাতীয় দীর্ঘ মেয়াদী পরিকল্পনা: বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০” বিষয়ক একটি প্ল্যানারী সেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারন অর্থনীতি বিভাগের সদস্য অধ্যাপক ড. শামসুল আলম। তিনি বলেন, দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিনিয়তই পানি, খাদ্য নিরাপত্তাসহ বন্যা, খরা, ঘূর্নিঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়। এই কনফারেন্সের সুপারিশমালা দেশের দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রনয়ণে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে বলে ড. শামসুল আলম আশাবাদ ব্যক্ত করেন। ইউল্যাব-এর সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (সিএসডি)-এর উদ্যোগে টেকসই উন্নয়ন বিষয়ক বাস্তব অভিজ্ঞতা, তথ্য-উপাত্ত নির্ভর গবেষণা ও গবেষণালব্ধ সুপারিশমালা সবার মাঝে ছড়িয়ে দেয়া ও সর্বোপরি জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভুমিকা পালনের লক্ষ্যে এই কনফারেন্সের আয়োজন করা হয়েছে। আয়োজক সূত্র জানিয়েছে সম্মেলনে সমাপনি বক্তব্য দিবেন ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্টের আওতাধীণ ক্লাইমেট চেঞ্জ গ্রুপের সিনিয়র ফেলো ও আইসিসিসিএডি’র পরিচালক ড. সলিমুল হক। উল্লেখ্য, এবারের কনফারেন্সে যুক্তরাজ্য, কানাডা, নেদারল্যান্ডস, জামার্নী, জাপান, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশসহ প্রায় ২০০ জন শিক্ষাবিদ, গবেষক, সম্প্রসারণকর্মী, সমাজকমী ও উচ্চ শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
No comments