অনুমতি ছাড়া সুপ্রিম কোর্টে সংবাদ সম্মেলন নিষিদ্ধ
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রশাসনের অনুমতি ছাড়া সব ধরনের সংবাদ সম্মেলন নিষিদ্ধ করা হয়েছে। সোমবার সকালে বিষয়টি জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ। সাব্বির ফয়েজ বলেন, “সুপ্রিম কোর্ট প্রশাসনের অনুমতি ছাড়া কোর্ট চত্বরে কোনো ধরনের সংবাদ সম্মেলন করা যাবে না। তবে, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।” এ ধরনের নিয়ম কেন করা হলো জানতে চাইলে তিনি বলেন, “আগে থেকেই এ রকম নিয়ম ছিল।” হঠাৎ করে এ ঘোষণা কেন? এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, “আপনারা তো বুঝতেই পেরেছেন কেন আমরা এ ঘোষণা দিলাম।” রোববার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক তার হাতে লেখা রায় ও আদেশ গ্রহণে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার কাছে চিঠি পাঠান। পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ ঘটনার একদিন পরই পুনরায় এ ঘোষণা দেয়া হলো। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন ছাড়া সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে কোনো ধরনের সংবাদ সম্মেলন করতে হলে সুপ্রিম কোর্ট প্রশাসনের পূর্ব অনুমতি নিতে হবে বলেও জানান সাব্বির ফয়েজ। গত বছরের অক্টোবরে অবসরে যান আপিল বিভাগের বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। অবসরে যাওয়ার পর তার কাছে ১৯৬টি মামলার আদেশ ও রায় লেখার কাজ বাকি ছিল। এ অবস্থায় সুপ্রিমকোর্টের রোজিস্ট্রার দফতর থেকে তাকে দ্রুত রায় লেখা এবং রায়ের নথি ফেরত দেয়ার জন্য কয়েক দফা চিঠি দেয়া হয়। পাল্টা চিঠি দেন তিনি (মানিক)। এরপর ১৯ জানুয়ারি প্রধান বিচারপতি এসকে সিনহা অবসরপ্রাপ্ত বিচারপতিদের রায় লেখা অসাংবিধানিক বলে একটি বাণী দেন। সর্বশেষ রোববার সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার অফিস বরাবর একটি চিঠি পাঠান। বিষয়টি নিয়ে দুপুরে তিনি একটি প্রেস ব্রিফিং করেন। সেখানে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী বলেন, “অবসরের পর তিনি তার হাতে থাকা মামলার রায় লেখা শেষ করে জমা দিতে গিয়েছিলেন, কিন্তু তা নেয়া হয়নি। শেষ হয়ে যাওয়ার পর আমার যে প্রিজাইডিং বিচারপতি (বেঞ্চের নেতৃত্বদানকারী বিচারপতি) আবদুল ওয়াহহাব মিঞা, তার কাছে আমি গেলাম। তিনি স্বভাবতই অপারগতা প্রকাশ করেছেন। তার এছাড়া কিছু করার ছিল না।” বিচারপতি শামসুদ্দিন বলেছেন, “দেখেন যেহেতু প্রধান বিচারপতি বলেছেন, যে অবসরে যাওয়া বিচারপতিগণ আর রায় লিখতে পারবেন না, আর সই করতে পারবেন না- এ অবস্থান থেকে তো তিনি সরে যাননি। তিনি এখনও ওই অবস্থানে আছেন, সুতরাং আপনার রায় আমি কিভাবে গ্রহণ করি?” গতকাল বিচার কাজ চলাকালীন সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর ‘প্রেস কনফারেন্স’ প্রধান বিচারপতির গোচরীভূত হওয়ার পর এই সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়। এতে বলা হয়, “সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে এ ধরনের প্রেস কনফারেন্স নজিরবিহীন। মাননীয় প্রধান বিচারপতি আশা করেন, বর্তমান ও ভবিষ্যতে মাননীয় বিচারপতিরা কোর্টের পবিত্রতা ও মর্যাদা বজায় রাখার স্বার্থে এ রূপ কার্য থেকে বিরত থাকবেন।”
No comments