এগিয়ে গিয়েও জিততে পারল না লিভারপুল
লেস্টার লিটির বিরুদ্ধে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারল না লিভারপুল৷ ঘরের মাঠে ফের ধাক্কা খেল তারা৷ এগিয়ে গিয়েও সান্ডারল্যান্ডের বিরুদ্ধে ২-২ গোলে ড্র করল ক্লপের দল। এই ম্যাচ ড্রয়ের পরে প্রিমিয়র লিগে দশ আট নম্বরেই রইল লিভারপুল৷ বিরতির আগে কোনও দলই গোল করতে পারেনি ৷ তবে বিরতির পরে দুটো দলই জেগে উঠে ৷ ৫৯ মিনিটে জেমস মিলনারের ক্রসে চমৎকার হেডে সান্ডারল্যান্ডের গোলরক্ষককে ফাঁকি দেন ফিরমিনো। এই গোলের এগারো মিনিট পরেই ফের গোল পায় লিভারপুল৷ ৭০ মিনিটে লালানার গোলে ব্যবধান বাড়ায় লিভারপুল। এই গোলে দারুণ অবদান রাখেন ফিরমিনো। কিন্তু দু’গোল খাওয়ার পরে চমৎকারভাবে ম্যাচে ফেরে লিভারপুল৷ ৮২ মিনিটে জনসন গোল করে সান্ডারল্যান্ডের পক্ষে ব্যবধান কমান৷এরপর ৮৯ মিনিটে জার্মেইন ডিফো গোল করে সান্ডারল্যান্ডের পক্ষে সমতা ফেরান৷
No comments