সিলেট বিএনপির নতুন নেতৃত্ব
ভোটাভুটির মাধ্যমে সিলেট জেলা ও মহানগর বিএনপিতে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে। কাউন্সিলরদের সরাসরি ভোটে জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কাহের চৌধুরী শামীম। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আলী আহমদ ও সাংগঠনিক সম্পাদক পদে সমান ভোট পেয়ে এমরান আহমদ চৌধুরী ও হাসান পাটওয়ারি। এদিকে সিলেট মহানগর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন নাসিম হোসাইন। সাধারণ সম্পাদক হয়েছেন বদরুজ্জামান সেলিম ও সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। রোববার দুপুরে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব পালনকারী এম নুরুল হক এবং নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও নির্বাচন কমিশনার আহমেদুস সামাদ।
No comments