নতুন ৩ বিচারপতি শপথ নিয়েছেন
আপিল বিভাগে নিয়োগ পাওয়া নতুন তিন বিচারপতি আজ শপথ নিয়েছেন। সোমবার সকাল ১০টায় আপিল বিভাগের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা তিন বিচারপতিকে শপথবাক্য পাঠ করান। প্রথমে বিচারপতি মির্জা হোসেইন হায়দার, এর পর বিচারপতি মো. নিজামুল হক নাসিম এবং সবশেষে বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান শপথ নেন। এ তিনজনসহ আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়াল নয়জনে। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগ ও হাইকোর্টের অর্ধশতাধিক বিচারপতি। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার ব্যক্তিগত সহকারী আনিসুর রহমান জানান, রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। গতকাল রোববার আইন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করে এ তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
No comments