ইসরাইলি গুলিতে মুমূর্ষ ফিলিস্তিনিকে শূকর খাওয়ানোর চেষ্টা
ইসরাইলি
গুলিতে মারাত্মক জখম এক ফিলিস্তিনিকে একটি হাসপাতালে জোর করে শূকরের টুকরা
খাওয়ানোর চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফিলিস্তিনি ওই লোকটি
অল্প সময় পর মারা যায়।
গত কয়েক দিন ধরে ফিলিস্তিনি-ইসরাইলি উত্তেজনা চলছে। গত ১২ দিনে জেরুসালেম, পশ্চিম তীর এবং গাজায় চার ইসরাইলি এবং ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আল আকসা মসজিদে ইহুদিদের প্রবেশ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।
গত কয়েক দিন ধরে ফিলিস্তিনি-ইসরাইলি উত্তেজনা চলছে। গত ১২ দিনে জেরুসালেম, পশ্চিম তীর এবং গাজায় চার ইসরাইলি এবং ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আল আকসা মসজিদে ইহুদিদের প্রবেশ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়।
হেবরন
নগরীর কাছে কিরিয়াত আরবা নামের একটি ইহুদি বসতিতে এক ইসরাইলি পুলিশকে
ছুরিকাঘাত করার অভিযোগ ওই ফিলিস্তিনির ওপর গুলি চালানো হয়েছিল। পরে মুমূর্ষ
অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। সেখানেই চলে তাকে শূকরের টুকরা খাওয়ানোর
চেষ্টা।
হাসপাতাল
থেকে ওই লোকই দৃশ্যটি ভিডিও করে প্রকাশ করে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া
ভিডিওটির ফুটেজে দেখা যায়, ইসরাইলি ওই বসতি স্থাপনকারী শূকর মাংসের টুকরা
বলে চিকিৎসকদের কাছাকাছি হচ্ছেন। তারপর তিনি টুকরাটি আহত ফিলিস্তিনির মুখে ও
গায়ে স্পর্শ করছেন। টুকরাটি সত্যিই শূকরের কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ
করা হয়েছে। মুসলিম এবং ইহুদি উভয় ধর্মেই শূকর হারাম।
No comments