চাকরি খুঁজছেন?

ঢাকা ব্যাংক লিমিটেড ম্যানেজার: বিজনেসে মাস্টার্স। ম্যানেজার (অপারেশনস): বিজনেসে মাস্টার্স। ক্রেডিট অ্যানালিস্ট: বিজনেসে মাস্টার্স। অফিসার (লিগ্যাল অ্যাফেয়ারস): লতে ব্যাচেলরস/ মাস্টার্স। শেষ তারিখ: ২৬ জুলাই। ঠিকানা: হিউম্যান রিসোর্সেস প্রধান, প্রধান কার্যালয়, ঢাকা ব্যাংক লিমিটেড, বিমান ভবন (২য় তলা), ১০০ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।


সূত্র: ৮ জুলাই, প্রথম আলো। পৃ. ৯
স্ট্যান্ডার্ড কন্সট্রাকশন লিমিটেড
ম্যানেজার অপারেশন: সিভিলে বিএসসি ইঞ্জিনিয়ার। সহকারী প্রকৌশলী (প্রজেক্ট): সিভিলে বিএসসি ইঞ্জিনিয়ার। সহকারী ব্যবস্থাপক (প্রকিউরমেন্ট): সিভিলে বিএসসি ইঞ্জিনিয়ার। সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং): এমবিএ/স্নাতকোত্তর। এক্সিকিউটিভ (মার্কেটিং): বিবিএ/এমবিএ/স্নাতক (সম্মান)। সহকারী হিসাবরক্ষক: বিবিএ/ এমবিএ/ স্নাতকোত্তর (এমকম)। শেষ তারিখ: ২৩ জুলাই। ঠিকানা: স্ট্যান্ডার্ড কন্সট্রাকশন লিমিটেড, বাড়ি-১৫১ (ষষ্ঠ তলা), রোড-১, বারিধারা ডিওএইচএস, ঢাকা। সূত্র: ১৩ জুলাই, প্রথম আলো। পৃ. ৭
ওয়াল্টন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার (লিফট মেইনটেন্যান্স): ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিকসে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। শেষ তারিখ: ২১ জুলাই। সূত্র: www.jobsA1.com
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ
প্রশাসনিক কর্মকর্তা: স্নাতক (অনার্স)সহ স্নাতকোত্তর। গ্রন্থাগারিক: স্নাতক (অনার্স)সহ স্নাতকোত্তর। সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা: স্নাতকোত্তর। প্রদর্শক: রসায়নে বিএসসি। শেষ তারিখ: ৩১ জুলাই। ঠিকানা: অধ্যক্ষ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭। সূত্র: ১২ জুলাই, ইত্তেফাক। পৃ. ৪
কল্লোল গ্রুপ অব কোম্পানিজ
ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন): মাস্টার্স/এমবিএ। শেষ তারিখ: ২০ জুলাই। সূত্র: www.aiminlife.com
ব্র্যাক
কর্মসূচি সংগঠক: স্নাতকোত্তর। মাঠ সংগঠক: স্নাতক। শেষ তারিখ: ২৯ জুলাই। ঠিকানা: মানবম্পদ বিভাগ, আরডিএ সেকশন, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা। সূত্র: ১৩ জুলাই, ডেইলি স্টার। পৃ. ১৩

No comments

Powered by Blogger.