গোলাম আযমের জামিনের আবেদন খারিজ

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের জামিনের আবেদন খারিজ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এ আদেশ দেন।
আদেশে বলা হয়, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামিনের কোনো বিধান নেই।


এ ছাড়া মামলার এ পর্যায়ে জামিন দেওয়া সম্ভব নয়। পবিত্র রমজান মাসে জামাতে তারাবি নামাজ আদায় করতে ও এতেকাফ পালনে তিনি কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন।
আসন্ন রমজান মাসে জামাতে তারাবি নামাজ আদায়ে ও এতেকাফ পালনে গোলাম আযম এক মাসের জামিন চেয়ে আবেদন করতে চান। গতকাল মঙ্গলবার এ আবেদনের ওপর শুনানি হয়।
আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক শুনানিতে বলেন, তিন দশক ধরে তিনি (গোলাম আযম) রমজান মাসে এটি পালন করে আসছেন। কিন্তু কারাগারে থেকে তা করা সম্ভব নয়। আইনজীবী আরও বলেন, এ জন্য তিনি (গোলাম আযম) ট্রাইব্যুনালের যেকোনো শর্ত মানতে প্রস্তুত।
শুনানি শেষে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গোলাম আযমের জামিন আবেদনের বিষয়ে আদেশের জন্য আজ বুধবার দিন ধার্য করেছিলেন।

No comments

Powered by Blogger.