হিলারির দুঃখ
মিসরে তাঁকে লক্ষ্য করে টমেটো ছোাড়ায় মোটেই বিচলিত নন হিলারি ক্লিনটন। এটি তাদের স্বাধীনতারই বহিঃপ্রকাশ। তবে এত খাবার নষ্ট হতে দেখে তাঁর খারাপ লেগেছে। মিসর সফরকালে গত রোববার হিলারির মোটর শোভাযাত্রা লক্ষ্য করে জনতা টমেটো নিক্ষেপ করে।
টমেটো মিসরের এক কর্মকর্তার মুখে গিয়ে পড়ে। বিক্ষোভকারীরা হিলারির স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও হোয়াইট হাউসের তৎকালীন কর্মী মনিকার সম্পর্ক টেনে এনে ‘মনিকা’ ‘মনিকা’ বলে চিৎকার করছিল। কেউ কেউ জোর গলায় বলছিল, ‘চলে যাও ক্লিনটন’। তবে বিক্ষোভকারী কারা বা কোন দলের সমর্থক, তা জানা যায়নি।
গত সোমবার ইসরায়েলের রাজধানী জেরুজালেমে পৌঁছার পর তিনি এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, মিসরে তাঁর গাড়িবহর লক্ষ্য করে বিক্ষোভকারীদের টমেটো ছোড়ার ঘটনায় তিনি কষ্ট পাননি। তবে খাদ্যের অপচয় হওয়ায় তিনি দুঃখ পেয়েছেন। গত রোববার মিসরের আলেকজান্দ্রিয়ায় রাস্তার দুই পাশে দাঁড়ানো প্রতিবাদকারীদের টমেটো ছোড়ার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে হিলারি বলেন, ‘কেউ আহত না হওয়ায় স্বস্তি পেয়েছি। কিন্তু আমি কষ্ট পেয়েছি, ভালো টমেটোগুলো নষ্ট হয়ে গেল।’ রয়টার্স।
গত সোমবার ইসরায়েলের রাজধানী জেরুজালেমে পৌঁছার পর তিনি এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, মিসরে তাঁর গাড়িবহর লক্ষ্য করে বিক্ষোভকারীদের টমেটো ছোড়ার ঘটনায় তিনি কষ্ট পাননি। তবে খাদ্যের অপচয় হওয়ায় তিনি দুঃখ পেয়েছেন। গত রোববার মিসরের আলেকজান্দ্রিয়ায় রাস্তার দুই পাশে দাঁড়ানো প্রতিবাদকারীদের টমেটো ছোড়ার বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে হিলারি বলেন, ‘কেউ আহত না হওয়ায় স্বস্তি পেয়েছি। কিন্তু আমি কষ্ট পেয়েছি, ভালো টমেটোগুলো নষ্ট হয়ে গেল।’ রয়টার্স।
No comments