পাঁচ ফরাসি সেনাকে হত্যার দায়ে আফগান সেনার মৃত্যুদণ্ড
ফরাসি পাঁচ সেনাকে হত্যার দায়ে আফগানিস্তানে এক সেনা সদস্যের মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্র গতকাল মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জহির আজিমি বলেন, আবদুল সাবর নামের ওই সেনাসদস্যের ফাঁসির আদেশ হয়েছে।
পুল-ই-চাকরি কারাগারে একটি সামরিক আদালত গত সোমবার তাঁকে ফাঁসির আদেশ দেন।
আফগানিস্তানের কাপিসা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে গত ২০ জানুয়ারি ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় নিরস্ত্র চার ফরাসি সেনা নিহত ও ১৫ জন আহত হয়। কয়েক সপ্তাহ পর আহতদের একজনের মৃত্যু হয়। ফ্রান্স ওই ঘটনার পর আফগানিস্তানে মোতায়েন সেনাসদস্যদের প্রত্যাহারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করে।
ন্যাটোর সেনারা আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করছে। সেখানে বিদেশি সেনাদের ওপর বেশ কয়েকবার হামলা হয়েছে। হেলমান্দ প্রদেশে আফগান পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির গুলিতে যুক্তরাজ্যের তিন সেনা চলতি মাসে নিহত হয়। আফগানিস্তানে চলতি বছর এ রকম ১৮টি হামলায় অন্তত ২৬ বিদেশি সেনা নিহত হয়েছে। তালেবান কয়েকটি হামলার দায় স্বীকার করে নিলেও ধারণা করা হয়, আফগান সেনাদের সঙ্গে বিদেশিদের সাংস্কৃতিক অমিলের কারণেই এ রকম ঘটনা ঘটছে। এএফপি।
আফগানিস্তানের কাপিসা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে গত ২০ জানুয়ারি ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় নিরস্ত্র চার ফরাসি সেনা নিহত ও ১৫ জন আহত হয়। কয়েক সপ্তাহ পর আহতদের একজনের মৃত্যু হয়। ফ্রান্স ওই ঘটনার পর আফগানিস্তানে মোতায়েন সেনাসদস্যদের প্রত্যাহারের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করে।
ন্যাটোর সেনারা আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কাজ করছে। সেখানে বিদেশি সেনাদের ওপর বেশ কয়েকবার হামলা হয়েছে। হেলমান্দ প্রদেশে আফগান পুলিশের পোশাক পরিহিত এক ব্যক্তির গুলিতে যুক্তরাজ্যের তিন সেনা চলতি মাসে নিহত হয়। আফগানিস্তানে চলতি বছর এ রকম ১৮টি হামলায় অন্তত ২৬ বিদেশি সেনা নিহত হয়েছে। তালেবান কয়েকটি হামলার দায় স্বীকার করে নিলেও ধারণা করা হয়, আফগান সেনাদের সঙ্গে বিদেশিদের সাংস্কৃতিক অমিলের কারণেই এ রকম ঘটনা ঘটছে। এএফপি।
No comments