পিউ রিসার্চের জরিপ-৯৫ শতাংশ পাকিস্তানি নিজেদের সংকটাপন্ন ভাবে
পাকিস্তানের ৯৫ শতাংশ মানুষ মনে করে, তারা অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছে। এ অবস্থার জন্য তারা সরকারকে দায়ী করেছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গত শনিবার ওই গবেষণার ফল প্রকাশ করা হয়েছে।
গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, আর্থিক দৈন্যদশার জন্য ১০ শতাংশ পাকিস্তানি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এবং ৩২ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। মাত্র ২ শতাংশ পাকিস্তানি তাদের অবস্থার জন্য ইউরোপীয় ইউনিয়নকে দোষারোপ করেছে। জরিপে দেখা গেছে, ২০০৮ সালে পাকিস্তানের ৭০ শতাংশ মানুষ মনে করত তাদের আর্থিক অবস্থা ভালো। গত চার বছরেই সেই হার ১৯ শতাংশ কমে ৫১ শতাংশে এসে দাঁড়িয়েছে। ২০০৮ সালে ৪১ শতাংশ পাকিস্তানি বিশ্বাস করত, জাতীয় অর্থনৈতিক পরিস্থিতি ভালো অবস্থায় রয়েছে। চার বছরে এ হার ৯ শতাংশ কমে ৩২ শতাংশে এসে ঠেকেছে। ক্রমবর্ধমান সমস্যার পরিপ্রেক্ষিতে বেশির ভাগ পাকিস্তানিই বিশ্বাস করছে যে তারা মুক্তবাজার অর্থনীতিতেই অপেক্ষাকৃতভাবে ভালো ছিল। মুক্তবাজার অর্থনীতির ধারণার পক্ষে ২০০২ সালে ছিল ৫০ শতাংশ, ২০০৭ সালে ৬০ শতাংশ, ২০০৯ সালে ছিল ৬৫ শতাংশ জনমত। তবে ২০১২ সালে তা কমে দাঁড়িয়েছে ৪৮ শতাংশে। পাকিস্তানের অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে ২০০২ সালে ৪৯ শতাংশ মানুষ সন্তুষ্ট ছিল। পরের বছর এ হার ২৯ শতাংশ কমে যায়। তবে ২০০৪ সালে এ হার বেড়ে ৫৪ শতাংশে দাঁড়ায়। ২০০৮ সালে এ হার কমে দাঁড়ায় ২৫ শতাংশে। তবে পাকিস্তানিদের বিশ্বাসে বড় ধস নামে ২০১১ সালে। ওই বছর মাত্র ৬ শতাংশ মানুষ অর্থনীতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে। চলতি বছর এ হার কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ১২ শতাংশে। সূত্র : ডন।
No comments