কার কত মৌমাছি
গায়ে কে কত মৌমাছি ধারণ করতে পারে—এই ছিল প্রতিযোগিতা। সম্প্রতি চীনের হুনান প্রদেশের শাইয়াং শহরে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে প্রতিযোগীরা গায়ে রানি মৌমাছি রেখে বিশেষ কৌশলে ঝাঁকে ঝাঁকে মৌমাছি আকৃষ্ট করেন।
প্রতিযোগিতায় প্রথম হন ৪২ বছরের কৃষক ওয়াং দালিন। দ্বিতীয় হন ২০ বছরের যুবক কংজিয়াং। দালিন তাঁর শরীরে ৬০ মিনিটে ২৬ দশমিক ৮৬ কেজি মৌমাছি ধারণ করেন। আর কংজিয়াং ধারণ করেন ২২ দশমিক ৯ কেজি। অভূতপূর্ব এই প্রতিযোগিতা দেখতে শত শত লোক হাজির হয়।
প্রতিযোগিতায় প্রথম হন ৪২ বছরের কৃষক ওয়াং দালিন। দ্বিতীয় হন ২০ বছরের যুবক কংজিয়াং। দালিন তাঁর শরীরে ৬০ মিনিটে ২৬ দশমিক ৮৬ কেজি মৌমাছি ধারণ করেন। আর কংজিয়াং ধারণ করেন ২২ দশমিক ৯ কেজি। অভূতপূর্ব এই প্রতিযোগিতা দেখতে শত শত লোক হাজির হয়।
No comments