উরুগুয়ের গৃহবন্দী সাবেক স্বৈরশাসক বরদাবেরির মৃত্যু
উরুগুয়ের সাবেক স্বৈরশাসক হুয়ান মারিয়া বরদাবেরি গৃহবন্দী থাকা অবস্থায় গত রোববার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি ১৯৭৩ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত উরুগুয়ের সেনাশাসক ছিলেন।
সাবেক স্বৈরশাসক বরদাবেরি ৩০ বছর ধরে গৃহবন্দী ছিলেন। সংবিধান ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাঁকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু তাঁর বয়স ও দুর্বল স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাঁকে গৃহবন্দী রাখা হয়।
মারিয়া বরদাবেরির ছেলে সিনেটর পেদরো বরদাবেরির মুখপাত্র জানান, হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
সাবেক স্বৈরশাসক বরদাবেরি ৩০ বছর ধরে গৃহবন্দী ছিলেন। সংবিধান ও মানবাধিকার লঙ্ঘনের দায়ে তাঁকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু তাঁর বয়স ও দুর্বল স্বাস্থ্যের কথা বিবেচনা করে তাঁকে গৃহবন্দী রাখা হয়।
মারিয়া বরদাবেরির ছেলে সিনেটর পেদরো বরদাবেরির মুখপাত্র জানান, হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।
No comments