তিন দিনের সফরে ভারতে হিলারি
মার্কিন পররাষ্ট্র-মন্ত্রী হিলারি ক্লিনটন গতকাল সোমবার তিন দিনের এক সফরে ভারতে পৌঁছেছেন। মুম্বাইয়ে বোমা হামলায় ১৯ জন নিহত হওয়ার প্রায় সপ্তাহ খানেক পর তিনি ভারত সফরে গেলেন। এ সময় হিলারি দিল্লিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে সাক্ষা ৎ করবেন। এরপর তিনি ভারতে মার্কিন বিনিয়োগের কেন্দ্রস্থল চেন্নাইয়ে যাবেন।
কূটনীতিকেরা জানান, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করাই হিলারির এ সফরের লক্ষ্য। এ সময় দুই পক্ষ পারস্পরিক বাণিজ্য, শিক্ষাসহ সন্ত্রাসবিরোধী লড়াইয়ের বিভিন্ন দিক নিয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। গতকালই নয়াদিল্লিতে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে এক ‘কৌশলগত সংলাপ’-এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বসার কথা রয়েছে।
ভারত-পাকিস্তান আলোচনা
গত সপ্তাহে মুম্বাইয়ের বোমা বিস্ফোরণের পর প্রথমবারের মতো আলোচনায় বসেছে ভারত ও পাকিস্তান। ভারতীয় কর্মকর্তারা জানান, বৈঠকে ভ্রমণ, বাণিজ্যসহ বিতর্কিত কাশ্মীর অঞ্চল বিভক্তকারী লাইন অব কন্ট্রোল (এলওসি) নিয়ে আলোচনা হয়।
কূটনীতিকেরা জানান, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করাই হিলারির এ সফরের লক্ষ্য। এ সময় দুই পক্ষ পারস্পরিক বাণিজ্য, শিক্ষাসহ সন্ত্রাসবিরোধী লড়াইয়ের বিভিন্ন দিক নিয়ে অভিজ্ঞতা বিনিময় করবেন। গতকালই নয়াদিল্লিতে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে এক ‘কৌশলগত সংলাপ’-এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বসার কথা রয়েছে।
ভারত-পাকিস্তান আলোচনা
গত সপ্তাহে মুম্বাইয়ের বোমা বিস্ফোরণের পর প্রথমবারের মতো আলোচনায় বসেছে ভারত ও পাকিস্তান। ভারতীয় কর্মকর্তারা জানান, বৈঠকে ভ্রমণ, বাণিজ্যসহ বিতর্কিত কাশ্মীর অঞ্চল বিভক্তকারী লাইন অব কন্ট্রোল (এলওসি) নিয়ে আলোচনা হয়।
No comments