স্কাইট্রাক্সের পুরস্কার পেল এমিরেটস
এমিরেটস এয়ারলাইন্স সম্প্রতি স্কাইট্রাক্স ওয়ার্ল্ড এয়ারলাইনের পুরস্কার লাভ করেছে। এ নিয়ে এমিরেটস ষষ্ঠবারের মতো ইনফ্লাইট বিনোদন ক্যাটাগরিতে সেরা বিমান সংস্থা হিসেবে এই পুরস্কার পেয়েছে।
এমিরেটস করপোরেট কমিউনিকেশন্সের ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিক ব্রানেলি সম্প্রতি জার্মানির হামবুর্গে স্কাইট্রাক্সের চেয়ারম্যান অ্যাডওয়ার্ড প্লেইস্টেডের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
বিমান পরিচালনার ক্ষেত্রে ইনফ্লাইট বিনোদনের জন্য এমিরেটস নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও মানের ওপর জোর দিয়ে চলেছে। ২০০৩ সাল থেকে ইনফ্লাইটে অডিও-ভিডিওসহ তথ্য, যোগাযোগ ও বিনোদন (আইস) ব্যবস্থা চালু করার পর থেকে এই সংস্থা প্রতিনিয়ত এ ব্যাপারে কাজ করে যাচ্ছে।
এমিরেটস করপোরেট কমিউনিকেশন্সের ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিক ব্রানেলি সম্প্রতি জার্মানির হামবুর্গে স্কাইট্রাক্সের চেয়ারম্যান অ্যাডওয়ার্ড প্লেইস্টেডের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন।
বিমান পরিচালনার ক্ষেত্রে ইনফ্লাইট বিনোদনের জন্য এমিরেটস নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন ও মানের ওপর জোর দিয়ে চলেছে। ২০০৩ সাল থেকে ইনফ্লাইটে অডিও-ভিডিওসহ তথ্য, যোগাযোগ ও বিনোদন (আইস) ব্যবস্থা চালু করার পর থেকে এই সংস্থা প্রতিনিয়ত এ ব্যাপারে কাজ করে যাচ্ছে।
No comments