যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার পরিকল্পনার সমালোচনা করলেন কারজাই
২০১১ সালের জুলাইয়ে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করার পরিকল্পনার সমালোচনা করেছেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। কারজাই বলেছেন, এমন সিদ্ধান্ত তালেবান বিদ্রোহীদের মনোবলকে বৃদ্ধি করবে। তিনি বলেন, ‘যত দিন পাকিস্তানে তালেবানদের আশ্রয় থাকবে, তত দিন সন্ত্রাসীদের বিরুদ্ধে জয়লাভ করা সম্ভব নয়।’
কাবুলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস পরিদর্শক দলের সঙ্গে এক বৈঠকে কারজাই এসব কথা বলেন। পরে এ বিষয়ে তিনি সরকারি বিবৃতি দেন। এক বিবৃতিতে কারজাই বলেছেন, ‘যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনো প্রক্রিয়াধীন। কিন্তু ন্যাটোর মিলিটারি অভিযানে অসংখ্য বেসামরিক লোকের মৃত্যুর ফলে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ব্যাহত হচ্ছে।’ কারজাই পাকিস্তানের বিভিন্ন সীমান্তে সন্ত্রাস নির্মূলকে গুরুত্ব না দেওয়ার সমালোচনা করেন।
বিবিসির সঙ্গে এক সাক্ষাত্কারে কারজাই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রানজিন দাদফার স্পান্টা বলেছেন, ‘আফগানিস্তানে তালিবানবিরোধী যুদ্ধ যথেষ্ট নয়। এমনকি যদি আমরা তালেবান, আল-কায়েদা ও অন্যান্য সন্ত্রাসী দলকে পরাজিতও করি, তাদের প্রধান কেন্দ্রগুলোকে ধ্বংস করতে পারব না। যুদ্ধে জয়লাভ করা তাই অসম্ভব।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র তালেবান নির্মূলে ২০০৯ সালের ডিসেম্বর থেকে আফগানিস্তানে ৩০ হাজার অতিরিক্ত সেনা পাঠিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা কারজাইর একজন উপদেষ্টা মোহাম্মদ জিয়া সালেহীর সিআইএ সম্পৃক্ততার ওপর প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি রীতিমতো সিআইএ থেকে ভাতা পেয়ে থাকেন।
কাবুলে যুক্তরাষ্ট্রের কংগ্রেস পরিদর্শক দলের সঙ্গে এক বৈঠকে কারজাই এসব কথা বলেন। পরে এ বিষয়ে তিনি সরকারি বিবৃতি দেন। এক বিবৃতিতে কারজাই বলেছেন, ‘যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের পুনর্গঠনের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এখনো প্রক্রিয়াধীন। কিন্তু ন্যাটোর মিলিটারি অভিযানে অসংখ্য বেসামরিক লোকের মৃত্যুর ফলে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ব্যাহত হচ্ছে।’ কারজাই পাকিস্তানের বিভিন্ন সীমান্তে সন্ত্রাস নির্মূলকে গুরুত্ব না দেওয়ার সমালোচনা করেন।
বিবিসির সঙ্গে এক সাক্ষাত্কারে কারজাই সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রানজিন দাদফার স্পান্টা বলেছেন, ‘আফগানিস্তানে তালিবানবিরোধী যুদ্ধ যথেষ্ট নয়। এমনকি যদি আমরা তালেবান, আল-কায়েদা ও অন্যান্য সন্ত্রাসী দলকে পরাজিতও করি, তাদের প্রধান কেন্দ্রগুলোকে ধ্বংস করতে পারব না। যুদ্ধে জয়লাভ করা তাই অসম্ভব।’
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র তালেবান নির্মূলে ২০০৯ সালের ডিসেম্বর থেকে আফগানিস্তানে ৩০ হাজার অতিরিক্ত সেনা পাঠিয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের একটি পত্রিকা কারজাইর একজন উপদেষ্টা মোহাম্মদ জিয়া সালেহীর সিআইএ সম্পৃক্ততার ওপর প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তিনি রীতিমতো সিআইএ থেকে ভাতা পেয়ে থাকেন।
No comments