প্রমীলা ফুটবল দলের সঙ্গে পিউমা
অ্যাডিডাস, নাইকি, পিউমার মতো বিশ্বসেরা স্পনসর কোম্পানির সঙ্গে গাঁটছাড়া বাঁধার ব্যাপারটি এত দিন কল্পনাও করতেও পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে এবার সেই সুযোগ করে দিয়েছেন ফিফার পরামর্শক রোনাল্ড আর্নকুইচ। আসন্ন সাফ মহিলা ফুটবলে বাংলাদেশ দলের অফিসিয়াল স্পনসর হচ্ছে বিশ্বখ্যাত ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিউমা। বাফুফের সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদী ব্যাপারটা গতকাল নিশ্চিত করেছেন।
পিউমা বাংলাদেশ দলকে প্রায় ৪০ হাজার ডলারের সমান ক্রীড়াসামগ্রী দেবে। এর মধ্যে রয়েছে টিম জার্সি, টি-শার্ট, জুতা, মোজা, ট্রেনিং বল এবং ইউনিফর্ম। আগামী ৩-১৫ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠেয় প্রমীলা সাফ ফুটবলে পিউমার লোগো ব্যবহার করবে বাংলাদেশ। তবে এখনো টুর্নামেন্টের টাইটেল স্পনসর পাওয়া যায়নি। পিউমার সঙ্গে সহযোগী স্পনসর হিসেবে থাকবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘আমরা নেটওয়ার্ক’। তারা অংশগ্রহণকারী ৮ দলের সেরা আট খেলোয়াড়কে ল্যাপটপও পুরস্কার দেবে।
পিউমা বাংলাদেশ দলকে প্রায় ৪০ হাজার ডলারের সমান ক্রীড়াসামগ্রী দেবে। এর মধ্যে রয়েছে টিম জার্সি, টি-শার্ট, জুতা, মোজা, ট্রেনিং বল এবং ইউনিফর্ম। আগামী ৩-১৫ ডিসেম্বর কক্সবাজারে অনুষ্ঠেয় প্রমীলা সাফ ফুটবলে পিউমার লোগো ব্যবহার করবে বাংলাদেশ। তবে এখনো টুর্নামেন্টের টাইটেল স্পনসর পাওয়া যায়নি। পিউমার সঙ্গে সহযোগী স্পনসর হিসেবে থাকবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘আমরা নেটওয়ার্ক’। তারা অংশগ্রহণকারী ৮ দলের সেরা আট খেলোয়াড়কে ল্যাপটপও পুরস্কার দেবে।
No comments